বার্মিংহাম সিটি সেন্টারের কাছাকাছি সামার লেনে শনিবার ভোরে ছুরিকাঘাতের ঘটনায় দশজনকে গ্রেপ্তার করেছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। সকাল ৪টা ৫০ মিনিটে জরুরি কল পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনায় গুরুতর আহত দুইজন বিশের কোঠার যুবককে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল।
সহিংসতার ঘটনায় আটজন পুরুষ এবং দুইজন নারী—যাদের বয়স ১৯ থেকে ২৪ বছরের মধ্যে—গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সহিংস বিশৃঙ্খলা সৃষ্টি এবং আঘাত করার সন্দেহে অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে ছয়জন পুরুষ এবং দুইজন নারীকে পরবর্তীতে জামিন দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাদের ওপর নির্দিষ্ট শর্ত আরোপ করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে একটি সুপারকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রিপোর্ট পাওয়ার পর তারা পুরো ঘটনার সঠিক ক্রম জানতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে। তদন্তকারীরা ছুরিকাঘাতের পেছনে কী ঘটেছে এবং কারা এতে জড়িত ছিল—তা নির্ধারণে কাজ চালিয়ে যাচ্ছে।
অপরাধ তদন্ত এগিয়ে নিতে পুলিশের পক্ষ থেকে সম্ভাব্য সব তথ্য ও ভিডিও ফুটেজ নিয়ে সহযোগিতার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সূত্রঃ বিবিসি
এম.কে

