TV3 BANGLA
বাংলাদেশ

বিএনপি ও আওয়ামীলীগের বালু সম্রাট ও পানি সম্রাটের দাপটে ধলাই সেতু হুমকির মুখে

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর ওপর ২০০৬ সালে নির্মিত সেতুটি এখন অবৈধ বালু উত্তোলনের হুমকিতে পড়েছে। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের উদ্বোধনের পর থেকে এই সেতু পশ্চিম ধলাই, পূর্ব ধলাই ও উত্তর গোয়াইনঘাটের সড়ক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু বর্তমানে সেতুর পিলার ঘেঁষে ড্রেজার মেশিনে বালু উত্তোলন অব্যাহত রয়েছে, যা সেতুর স্থায়িত্বকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে।

এলাকাবাসীর অভিযোগ, এই অবৈধ বালু ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ৩ নং তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান আলফু মিয়া। তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। এছাড়া সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, যিনি ‘বালু সম্রাট’ বা ‘বালু দরবেশ’ নামে পরিচিত, আলফু মিয়াকে প্রশাসনিক সুরক্ষা দিয়ে বিনিময়ে সাদা পাথর ও বালু উত্তোলনের সুযোগ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

ধলাই সেতু রক্ষা আন্দোলন কমিটি ও স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, আলফু মিয়া মকসুদের ছায়াতলে থেকে তার প্রভাব কাজে লাগিয়ে অবৈধ বালু উত্তোলন চালিয়ে যাচ্ছেন। আলফু চেয়ারম্যানের ভায়রাভাই আব্দুল্লাহ আল মামুনও এই চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

বালু উত্তোলন বন্ধে ১৩ জুলাই থেকে এলাকাবাসীর আন্দোলন শুরু হয়। ১৬ জুলাই প্রথম প্রতিবাদ সভায় আলমগীর আলম চেয়ারম্যানকে আহ্বায়ক এবং নিজাম উদ্দিন মাস্টারকে সদস্য-সচিব করে আন্দোলন কমিটি গঠন করা হয়। পরদিন স্থানীয়রা ড্রেজার প্রতিরোধে নদীতে নেমে আলফুর লোকজনকে পিছু হটতে বাধ্য করে।

তবে একই দিনে যুবদল নেতা মকসুদ আহমদ মোটরসাইকেল বহর ও প্রায় ৪০ জন কর্মী নিয়ে এসে আন্দোলনকারীদের প্রথমে বোঝানোর, পরে প্রলোভন দেখানোর এবং শেষে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। আন্দোলন তীব্র হলে ১০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে মকসুদের বাহিনী সিলেট নগরীতে নিজাম উদ্দিন মাস্টারের বাসায় হামলার চেষ্টা চালায়। তিনি বাসায় না থাকায় তালাবদ্ধ গেট ও গ্রিলে আঘাত করে গালিগালাজ করার পর চলে যায় বলে অভিযোগ করেছেন নিজাম উদ্দিন মাস্টার।

স্থানীয়রা অভিযোগ করেছেন, বারবার আন্দোলন ও মানববন্ধন সত্ত্বেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। সর্বশেষ মানববন্ধনে এলাকাবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া / দৈনিক সুরমার ডাক

এম.কে
১৩ আগস্ট ২০২৫

আরো পড়ুন

নির্বাহী আদেশে কালই নিষিদ্ধ হচ্ছে জামায়াত-শিবির

নিউজ ডেস্ক

আদালতে এলেই রেগে চিৎকার করেন সাবেক মন্ত্রী কামরুল

বঙ্গোপসাগরে নতুন উত্তেজনার সূচনা, রাখাইন করিডোর নিয়ে মানবিকতার আড়ালে চীন, ভারত, যুক্তরাষ্ট্রের লড়াই