চট্টগ্রামের রাউজানে দলীয় কোন্দলের জেরে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত করার পাশাপাশি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরও পাঁচ নেতার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন এবং বারইয়ার হাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিনকেও দলের প্রাথমিক সদস্যপদ থেকে বাতিল করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকালে রাউজানের সত্তারহাট এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মূলত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এই সংঘাতের ঘটনা ঘটে।
উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর মাসে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল, যা মঙ্গলবারের সিদ্ধান্তে বিলুপ্ত করা হলো।
সূত্রঃ ঢাকা পোস্ট
এম.কে
৩০ জুলাই ২০২৫