TV3 BANGLA
বাংলাদেশ

বিক্ষোভের মুখে শেখ হাসিনা সরকারের পতন, ইউনূসের নেতৃত্বে সংস্কারমুখী অন্তর্বর্তী সরকার

বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের জেরে ২০২৪ সালের আগস্টে দীর্ঘদিনের ক্ষমতাসীন শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। দেশের ইতিহাসে এই ঘটনাকে একটি বড় রাজনৈতিক মোড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

পদত্যাগের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। নতুন প্রশাসন জবাবদিহিতা নিশ্চিত করা, মানবাধিকার সমুন্নত রাখা এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়ে একটি ব্যাপক সংস্কার প্রক্রিয়া শুরু করেছে।

ইউনূস সরকার ইতোমধ্যেই সকল জোরপূর্বক গুমের তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করেছে। পাশাপাশি নারীর অধিকার ও বাকস্বাধীনতা আরও সুরক্ষিত রাখতে বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশে আশ্রয় নেওয়া লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থী এখনও অনিশ্চিত ও অনিরাপদ জীবনযাপনের মুখোমুখি রয়েছেন। তারা সশস্ত্র গোষ্ঠীর সহিংসতার ঝুঁকির পাশাপাশি সরকারের জোরপূর্বক প্রত্যাবাসনের হুমকির মধ্যেও রয়েছেন, যা মানবাধিকার সংস্থাগুলোর গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্রঃ হিউম্যান রাইটস ওয়াচ

এম.কে
৩১ জুলাই ২০২৫

আরো পড়ুন

প্রথমবারের মতো বাংলাদেশেই তৈরি হবে বাণিজ্যিক ড্রোন হবে রপ্তানিও

‘বাংলাদেশের কাছে ৬০০ একর জমি চায় সৌদি আরব’

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল করার বিষয়ে সবাই একমতঃ বদিউল আলম