TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বিদেশি অপরাধীদের নাগরিকত্ব ও তাদের অপরাধের ধরন জনসম্মুখে প্রকাশ করা হবেঃ রিপোর্ট

যুক্তরাজ্যে অবস্থানরত বিদেশি অপরাধীদের জাতীয়তা প্রথমবারের মতো প্রকাশ করা হবে—এমন পরিকল্পনার কথা আজ প্রকাশ পেতে চলেছে।

হোম সেক্রেটারি ইভেট কুপার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যাতে বছরের শেষ নাগাদ এই তথ্য প্রকাশ করা হয়, যার মধ্যে অপরাধের ধরণও থাকবে।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের শেষে ১৯,০০০-এর বেশি বিদেশি অপরাধী দেশে ফেরত পাঠানোর অপেক্ষায় ছিলেন, যেখানে কনজারভেটিভ সরকার ক্ষমতা ছাড়ার সময় এই সংখ্যা ছিল প্রায় ১৮,০০০।

হোম অফিসের একটি সূত্র জানিয়েছে, সরকার চায় জনগণ আরও ভালোভাবে জানুক এসব অপরাধীদের সম্পর্কে—তারা কোথা থেকে এসেছে, কী ধরনের অপরাধ করেছে।

কনজারভেটিভ পার্টির দাবি, মঙ্গলবারের এই ঘোষণাই প্রমাণ করে লেবার পার্টি চাপের মুখে পড়ে অবশেষে তথ্য প্রকাশ করতে বাধ্য হয়েছে।

জবাবে, সরকার পক্ষের সূত্র জানায় এই পদক্ষেপ বাস্তবায়ন সম্ভব হয়েছে কারণ কুপার হোম অফিসের পরিসংখ্যানবিদদের তাদের সিস্টেম সংস্কার করতে বলেছেন।

যেসব বিদেশি নাগরিক ১২ মাস বা তার বেশি সময়ের কারাদণ্ডে দণ্ডিত হন, তাদের স্বয়ংক্রিয়ভাবে বহিষ্কারের আওতায় আনা হয়।

হোম সেক্রেটারির হাতে এমন ক্ষমতা আছে যাতে তিনি চাইলে ছোটো মেয়াদের সাজাপ্রাপ্তদেরও যুক্তরাজ্যে থাকা ‘সর্বসাধারণের মঙ্গলের অনুপযুক্ত’ বিবেচনায় বহিষ্কার করতে পারেন।

বিদেশি নাগরিকদের মধ্য হতে অপরাধীদের সংখ্যা বৃদ্ধির পর, লেবার পার্টির ক্ষমতা গ্রহণের সাথে সাথে বিদেশি অপরাধীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করেছে বলে নিশ্চিত করে সরকারি সূত্র।

হোম অফিসের পরিসংখ্যান থেকে ধারণা পাওয়া যাচ্ছে, যুক্তরাজ্যে বসবাসরত বিদেশি অপরাধীদের মধ্যে প্রধান তিনটি জাতীয়তা হচ্ছে আলবেনিয়ান, রোমানিয়ান এবং পোলিশ।

তারা মাদক উৎপাদন ও বিক্রি, চুরি ও ডাকাতি, এবং সহিংস আক্রমণের সাথে জড়িত বলে জানা যায়।

সরকারি সূত্র বলছে, বিদেশি নাগরিকদের যুক্তরাজ্য হতে বের করে দেয়া এবং তাদের জাতীয়তা ও অপরাধের ধরন জানা সম্ভব হয়েছে কারণ বর্তমান সরকারের মন্ত্রীরা সঠিক উদ্যোগ নিয়েছেন। যা পূর্ববর্তী কনজারভেটিভ সরকার উপেক্ষা করেছিল।

হোম অফিসের একটি সূত্র জানিয়েছে: “শুধু বিদেশি অপরাধীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো নয় বরং এই অপরাধীদের সম্পর্কে এমন তথ্যও প্রকাশ করতে যাচ্ছে সরকার যা টোরি সরকার কখনো করেনি।”

সূত্র আরও যোগ করে: “আমরা চাই জনগণ আরও পরিষ্কারভাবে জানুক—কতজন বিদেশি অপরাধী ফেরত পাঠানোর অপেক্ষায় আছে, তারা কোথা থেকে এসেছে, এবং কী ধরনের অপরাধ করেছে।”

এই খবরকে স্বাগত জানিয়ে, ছায়া বিচার সচিব রবার্ট জেনরিক বলেন: “অবশেষে আমরা দেখতে পাব বাস্তব সত্য—গণ-অভিবাসন আমাদের দেশে অপরাধ বাড়িয়ে তুলছে। স্পষ্টতই, জনগণের অনেক আগেই এই তথ্য জানার অধিকার ছিল।”

সূত্রঃ বিবিসি

এম.কে
২২ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

মিনি যাদুঘরে রূপ নিচ্ছে ব্রিটেনের পেফোন বক্স

নিউজ ডেস্ক

তৃতীয় জাতীয় লকডাউনের পথে যুক্তরাজ্য!

অনলাইন ডেস্ক

অনিয়মিত অভিবাসন ঠেকাতে ‘ইনোভেটিভ পার্টনারশিপের’ পরিকল্পনায় ইটালি-ব্রিটেন