5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বিদেশি স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে ১ বছরের ইউকে ভিসা

বিদেশ থেকে আগত স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে এক বছরের ইউকে ভিসা দেওয়া হবে বলে জানিয়েছে হোম অফিস। স্বাস্থ্যকর্মীদের এই তালিকায় রয়েছে চিকিৎসক, নার্স, প্যারামেডিকস এবং মিডওয়াইফরা।

 

এই নিয়ম সেইসব স্বাস্থ্যকর্মীদের জন্য প্রযোজ্য হবে যাদের ভিসার মেয়াদ ১ অক্টোবর ২০২১ সালে শেষ হয়ে যাবে।

 

করোনা ভাইরাস মহামারি যুক্তরাজ্যে আঘাত হানার কারণে হোম অফিস প্রথমবার ২০২০ সালের মার্চ মাসে স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে অটোমেটিক ভিসা এক্সটেনশান দেয়। আগে এটি দেওয়া হয়ে ছিলো ২০২০ সালের ৩১ মার্চ থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত।

 

অফারটি প্রাথমিকভাবে এনএইচএস চিকিত্সক, নার্স এবং প্যারামেডিকদের মধ্যে সীমাবদ্ধ। তবে পরে আরো পেশা যোগ করা হয়েছে এবং সময়ও বাড়ানো হচ্ছে।

 

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত বছর ১০ হাজারেরও বেশি মানুষ এই এক্সটেনশন পেয়েছে। এই বছর আরো ১৪ হাজার কর্মী লাভবান হবেন বলে আশা করছেন তারা।

 

সূত্র: বিবিসি
৯ এপ্রিল ২০২১
এসএফ

আরো পড়ুন

বেতন বিরোধে লন্ডনে ৪৮ ঘণ্টার বাস ধর্মঘট

যুক্তরাজ্যের রেকর্ড সংখ্যক স্ট্রিমিং সাবস্ক্রিপশন বাতিল

অনলাইন ডেস্ক

মর্গেজ এফোরডেবিলিটি রুলের পরিবর্তন