TV3 BANGLA
আন্তর্জাতিক

বিধানসভায় মমতার ‘মোদি চোর’ স্লোগান ঘিরে ভারতীয় রাজনীতিতে তুমুল বিতর্ক

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ‘মোদি চোর, বিজেপি চোর’ স্লোগান তুলেছেন। তার এই বক্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে সরে চীন-রাশিয়ার দিকে ঝুঁকে পড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যেই এক ধরনের অস্বস্তিতে রয়েছেন। তার সঙ্গে দেশের অভ্যন্তরে বিরোধীদলের এই ধরনের সরাসরি আক্রমণ বিজেপি সরকারের জন্য আরও চাপ তৈরি করতে পারে। কেউ কেউ মন্তব্য করছেন, পাশ্ববর্তী দেশ বাংলাদেশের মতোই ভারতেও ক্ষমতাসীন দলের পতনের শঙ্কা অস্বীকার করা যায় না।

ভারতের একজন খ্যাতনামা রাজনৈতিক বিশ্লেষক বলেন, “যে দলের সাপোর্ট করবে, সেই দলের পক্ষে কথা বলবে—এটা স্বাভাবিক। তবে একটা বিষয় মনে রাখা দরকার, ভারতের মতো বিশাল গণতান্ত্রিক দেশের সংসদ বা বিধানসভায় বিরোধী দলের একজন সদস্য এভাবে সরাসরি সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকার রাখে। এটাই গণতন্ত্রের প্রকৃত শক্তি।”

সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কেউ কেউ মন্তব্য করেছেন, মোদিই সম্ভবত ভারতের ইতিহাসে একমাত্র প্রধানমন্ত্রী যিনি বিধানসভা বা সংসদে বারবার বিরোধী পক্ষের আক্রমণ ও অপমানের মুখোমুখি হয়েছেন। অনেকে আবার এটিকে ভারতের গণতন্ত্রের শক্তি হিসেবে দেখছেন। তাদের মতে, গণতন্ত্র বলেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে নিয়ে এমন স্লোগান দিতে পেরেছেন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৫ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

শপথ নিয়েই ভারতকে সৈন্য প্রত্যাহার করতে বললেন মালদ্বীপের প্রেসিডেন্ট

শ্রমবাজার আকর্ষণীয় করতে এবার নিয়োগদাতাদের ‘বাগে’ আনছে সৌদি

মুসলিমদের সঙ্গে বেইমানি করলেন মাখোঁ!