15.8 C
London
April 8, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বিনা মূল্যে পাওয়া শেখ পরিবারের ৪ ফ্ল্যাটের সন্ধান

দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীতে শেখ পরিবারের চারটি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে। সংস্থাটি দাবি করছে, এসব ফ্ল্যাট ইস্টার্ন হাউজিংকে প্লট সুবিধা দিয়ে বিনা মূল্যে পাওয়া হয়েছে। শেখ পরিবারের সদস্যদের মধ্যে সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, আজমিনা সিদ্দিক রুপন্তি ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এসব ফ্ল্যাটের মালিক হয়েছেন।

দুদক বলছে, শেখ পরিবারের সদস্যদের নামে আইন লঙ্ঘন করে পূর্বাচলে ৬০ কাঠা জমির ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়, যদিও তাদের ইতিমধ্যেই রাজধানীতে ফ্ল্যাট রয়েছে। ২০২২ সালে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য এসব প্লট বরাদ্দ দেওয়া হয়, যার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। জানুয়ারি মাসে দুদক এসব বিষয় নিয়ে ৬টি মামলা দায়ের করেছিল।

তদন্তে দেখা গেছে, গুলশান ও সেগুনবাগিচায় শেখ হাসিনা ও রেহানার চার সন্তানের নামে ৪টি ফ্ল্যাট পাওয়া গেছে, যা রাজউক থেকে ইস্টার্ন হাউজিংকে প্লট বরাদ্দ দেওয়ার মাধ্যমে বিনা মূল্যে নেওয়া হয়েছে।

তবে দুদক এখনই এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে চাচ্ছে না, এবং তদন্ত চলমান রয়েছে। সূত্রে জানা গেছে, টিউলিপ সিদ্দিকেরও একটি ফ্ল্যাট রয়েছে, যার ওপরও তদন্ত করা হচ্ছে।

এম.কে
০৮ মার্চ ২০২৫

আরো পড়ুন

দেশে বৈধ–অবৈধ বিদেশিদের মধ্যে শীর্ষে ভারতীয়

সিলেটে জ্বালানি তেলের খনির সন্ধান

ফোর্বসের তালিকায় বাংলাদেশি নবনিতা