TV3 BANGLA
আন্তর্জাতিক

বিনিয়োগ ব্যাংকের তথ্যানুযায়ী শুল্ক বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রে মন্দার সম্ভাবনা রয়েছে

গোল্ডম্যান শ্যাচস একটি প্রখ্যাত আমেরিকান বহুজাতিক বিনিয়োগ ব্যাংক এবং আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান, যার সদর দফতর নিউ ইয়র্ক সিটিতে।

গোল্ডম্যান শ্যাচস তাদের ক্লায়েন্টদের জন্য বিনিয়োগ ব্যাংকিং, বিনিয়োগ ব্যবস্থাপনা এবং সিকিউরিটিজ সংক্রান্ত বিস্তৃত পরিষেবা প্রদান করে। এই পরিষেবাগুলো বিভিন্ন কার্যকরী দল সমন্বয়ে পরিচালিত হয়।

১৮৬৯ সালে প্রতিষ্ঠিত গোল্ডম্যান শ্যাচস দীর্ঘদিন ধরে আর্থিক এবং বিনিয়োগ ব্যাংকিং খাতে একটি দৃঢ় অবস্থান গড়ে তুলেছে। প্রতিষ্ঠানটিকে প্রায়ই এই খাতের অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে দেখা হয়। এটি বিনিয়োগ ব্যাংকিং, সম্পদ ব্যবস্থাপনা, সম্পদ বৃদ্ধি পরামর্শ এবং সিকিউরিটিজ ট্রেডিংসহ বিস্তৃত আর্থিক পরিষেবা প্রদান করে।

গোল্ডম্যান শ্যাচস যুক্তরাষ্ট্রে মন্দার সম্ভাবনা ৩৫% থেকে বাড়িয়ে ৪৫% করেছে — এক সপ্তাহে তারা দ্বিতীয়বারের মতো পূর্বাভাস বাড়ালো। এই পূর্বাভাস এসেছে এমন সময়ে যখন বাণিজ্য যুদ্ধের তীব্রতায় অনেক বিনিয়োগ ব্যাংক একই ধরনের পূর্বাভাস দিচ্ছে।

গত সপ্তাহের শুরুতে তারা এই পূর্বাভাস ২০% থেকে বাড়িয়ে ছিল, কারণ আশঙ্কা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত শুল্ক বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলবে। কয়েক দিন পর, ট্রাম্প প্রত্যাশার চেয়ে বেশি শুল্ক ঘোষণা করেন।

এরপর থেকে অন্তত সাতটি শীর্ষ বিনিয়োগ ব্যাংক মন্দার ঝুঁকি পূর্বাভাস বাড়িয়েছে। জেপি মরগ্যান যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক মন্দার সম্ভাবনা ৬০% হিসেবে নির্ধারণ করেছে, কারণ শুল্ক কেবল যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বাড়াবে না বরং অন্যান্য দেশ থেকেও পাল্টা প্রতিক্রিয়া আসবে — ইতিমধ্যেই চীন পালটা প্রতিক্রিয়া ঘোষণা করেছে।

রবিবার গোল্ডম্যান ২০২৫ সালের জন্য যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ১.৫% থেকে কমিয়ে ১.৩% করেছে। তবে এই পূর্বাভাস ওয়েলস ফারগো ইনভেস্টমেন্ট ইনস্টিটিউটের (WFII) ১% পূর্বাভাসের চেয়ে বেশি। অন্যদিকে, জেপি মরগ্যান ত্রৈমাসিক ভিত্তিতে ০.৩% সংকোচনের (contraction) পূর্বাভাস দিয়েছে।

গোল্ডম্যান এখনও আশা করছে ফেডারেল রিজার্ভ পরপর তিনটি বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট করে সুদের হার কমাবে। তবে তারা এখন মনে করছে প্রথম হ্রাসটি জুলাইয়ের পরিবর্তে জুনেই আসবে।

জেপি মরগ্যান আশা করছে ২০২৫ সালের বাকি পাঁচটি ফেড বৈঠকে প্রত্যেকবারই হার কমানো হবে, এবং জানুয়ারিতে আবারো হার কমে নীতিনির্ধারক হার ৩% এ নামিয়ে আনা হবে।

এর আগে জেপি মরগ্যান আশা করছিল যে ফেড এ বছর দুইবার হার কমাবে, যা বর্তমানে ৪.২৫%-৪.৫০% এর মধ্যে রয়েছে।

ট্রেডারদের গড় পূর্বাভাস অনুযায়ী, এ বছর মোট ১১৬ বেসিস পয়েন্ট হার কাটা হতে পারে, যার অর্থ বাকি পাঁচটি বৈঠকের মধ্যে অন্তত চারটিতে হার কমানোর সম্ভাবনা রয়েছে — এই তথ্য এসেছে LSEG-এর সংগৃহীত ডেটা থেকে।

সূত্রঃ রয়টার্স

প্রতিবেদন:
সিঙ্গাপুর থেকে অঙ্কুর ব্যানার্জি এবং বেঙ্গালুরু থেকে কঞ্চনা চক্রবর্তী। সম্পাদনা: টম হোগ ও সাভিও ডি’সুজা।

০৭ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

মুসলিমদের ভোটে উপনির্বাচনে জয় ছিনিয়ে আনলেন জর্জ গ্যালোওয়ে

টিকটককে হারাম বলে পাকিস্তানে ফতোয়া

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক স্যার ববি চার্লটন মারা গিয়েছেন