TV3 BANGLA
স্পোর্টস

‘বিপিএলকে গোনার টাইম নাই’—সিলেটে ফাহিম আল চৌধুরীর মন্তব্যে তীব্র বিতর্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের প্রথম পর্ব চলমান সিলেটে। এই পর্বে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ দেখতে সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন স্বাগতিক দল সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। তবে মাঠে প্রবেশের সময় সাংবাদিকদের সামনে বিপিএল নিয়ে তার মন্তব্য দ্রুতই বিতর্কের জন্ম দেয়।

 

সিলেট শহরজুড়ে ফাহিম আল চৌধুরীর উপস্থিতি চোখে পড়ার মতো। বিভিন্ন সড়ক, বিলবোর্ড ও গুরুত্বপূর্ণ স্থানে তার ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। সোমবার সিলেট বিমানবন্দরে তাকে সংবর্ধনাও দেওয়া হয়। এরপর স্টেডিয়ামে পৌঁছে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।

ঢাকা ক্যাপিটালস প্রথম ম্যাচ জেতার পর খেলোয়াড়দের বোনাস দেওয়ার প্রসঙ্গ তুলে সাংবাদিকরা জানতে চান, সিলেট টাইটান্স জয় পেলে একই ধরনের বোনাস দেওয়া হবে কি না। এই প্রশ্নের জবাবেই বিপিএলকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেন ফাহিম আল চৌধুরী। তিনি বলেন, বিপিএল নিয়ে ভাবার মতো সময় তার নেই এবং তার মনোযোগ থাকে আইপিএলের দিকে। একই সঙ্গে তিনি দাবি করেন, বিপিএলের কোনো দলকেই তিনি শক্তিশালী মনে করেন না।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক সমালোচনা। চলমান টুর্নামেন্টকে প্রকাশ্যে অবমূল্যায়ন করায় অনেকেই প্রশ্ন তুলেছেন একজন ফ্র্যাঞ্চাইজির উপদেষ্টার দায়িত্বশীলতা নিয়ে। বিপিএলের সম্মান ও দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মত প্রকাশ করেছেন অনেকে।

তবে একই সঙ্গে বড় ঘোষণা দেন ফাহিম আল চৌধুরী। তিনি জানান, সিলেট টাইটান্স যদি সেমিফাইনালে ওঠে, তাহলে বিশ্বের যেকোনো দেশ থেকে তারকা খেলোয়াড় আনতে তিনি প্রস্তুত। ভারত, ইংল্যান্ড কিংবা পাকিস্তান—যে দেশই হোক না কেন, পছন্দের খেলোয়াড়কে দলে ভেড়াতে তিনি ব্ল্যাংক চেক দেওয়ার কথাও বলেন।

এদিকে ইংলিশ অলরাউন্ডার মঈন আলী সিলেট টাইটান্সের হয়ে খেলবেন বলে নিশ্চিত করা হয়েছে। তাকে দলে নেওয়ার প্রসঙ্গে ফাহিম আল চৌধুরী বলেন, মঈন আলী সিলেটের ‘জামাই’, আর জামাইয়ের বাড়ি থেকে ডাক এলে ফিরিয়ে দেওয়া যায় না। এই মন্তব্যও আলোচনার জন্ম দিয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

হামজার জন্মনিবন্ধন গেছে লন্ডনে, বাংলাদেশে খেলার প্রক্রিয়া শুরু

ইংল্যান্ড সমর্থকদের হেনস্থার শিকার ড্যানিশরা

অনলাইন ডেস্ক

ইতালির সঙ্গে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি

অনলাইন ডেস্ক