8.9 C
London
October 25, 2025
TV3 BANGLA
বাংলাদেশশীর্ষ খবরসিলেটস্পোর্টস

বিপিএলের ফাইনালে সিলেট,ফাইনালে যাওয়ার জন্য উড়িয়ে এনেছিল ইংল্যান্ডের লিউক উডকে

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সিলেট তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্টের মাধ্যমে লিউক উডের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে লিখেছে, ‘একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, একটি গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তি। স্বাগতম ইংলিশ বাঁহাতি পেসার লিউক উড।’
১২ ফেব্রুয়ারি গালফ জায়ান্টসের বিপক্ষে ডেজার্ট ভাইপার্সের হয়ে আইএল টি-টোয়েন্টির ফাইনাল খেলে সরাসরি সিলেটের ক্যাম্পে যোগ দেন উড। লিউক উড ৯৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিয়েছেন ৯৪ উইকেট। আজকের খেলায় লিউক উড ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন।যা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ১৯ রানে হারিয়ে ফাইনালে কুমিল্লার সঙ্গী হলো সিলেট স্ট্রাইকার্স।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। ১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ কর‍তে সক্ষম হয় রংপুর রাইডার্স।
এম.কে
১৪ ফেব্রুয়ারি ২০২৩

আরো পড়ুন

সিলেটে ,মেগা প্রকল্প বাস্তবায়নে, ‘মেগা জট’

বাতিল হলো পিএসসির ৬ সদস্যের নিয়োগ

খালেদা জিয়া ও তারেক রহমানকে ঈদের দাওয়াত দিলেন প্রধান উপদেষ্টা