14.8 C
London
April 3, 2025
TV3 BANGLA
Uncategorized

বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা চালু করল ভারত

বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা চালু করেছে ভারতীয় হাইকমিশন। শুক্রবার (০৯ অক্টোবর) ইন্ডিয়ান ভিসার অনলাইন পোর্টালে এ তথ্য জানানো হয়।

ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট ক্যাটাগরিতে ভিসা পাওয়া যাবে। তবে দ্রুতই পর্যটকসহ অন্যান্য ক্যাটাগরিতেও ভিসা চালু করার কথাও জানিয়েছে হাইকমিশন। যেসব ক্যাটাগরিতে ভিসা পাওয়া যাবে সেগুলো হলো- মেডিকেল, ব্যবসা, চাকরি, সাধারণ প্রবেশ, সাংবাদিক, কূটনৈতিক, অফিসিয়াল ও আনঅফিসিয়াল।

উল্লেখ্য, দীর্ঘদিন কোভিড-১৯ পরিস্থিতির কারণে ভিসা সেবা বন্ধ রেখেছিল ভারতীয় দূতাবাস। ফলে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে দেশটিতে প্রবেশের সুযোগ। করোনা প্রাদুর্ভাব কিছুটা কমে যাওয়ার ফলেই পুনরায় ভিসা চালু করলো দেশটি। অন্যান্য ভিসা শিগগিরই চালু করা হবে বলে ওই পোস্টে জানানো হয়।

১০ অক্টোবর ২০২০

আরো পড়ুন

বোন, এটা হারাম!! আপনাদের মতো লোকদের ধরার জন্য হোম অফিস বসে আছে!! Law with N Rahman

মহামারী করোনা: Health tips – Dos and don’ts for Coronavirus

বোরিস জনসনের ছুটি উদযাপন নিয়ে বিতর্ক

অনলাইন ডেস্ক