TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

বিমানবন্দরে বাধ্যতামূলক করোনা টেস্ট বাতিল করছে যুক্তরাষ্ট্র

বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরে বাধ্যতামূলক করোনা টেস্ট বাতিল কররছে যুক্তরাষ্ট্রে। প্রশাসনের একজন উর্ধ্বতন কর্মকর্তা এবং ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সূত্রে এ তথ্য জানা গেছে। রবিবার মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

 

এর আগে এক টুইটে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি কেভিন মুনোজ বলেন, ‘বিদেশ থেকে আসা যাত্রীদের আর বিমানবন্দরে বাধ্যতামূলক কোভিড টেস্ট করাতে হবে না। তবে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমানে ওঠার অন্তত ৭২ ঘণ্টা আগে অবশ্যই করোনা টেস্ট করাতে হবে, তাতে নেগেটিভ হিসেবে শনাক্ত হতে হবে এবং সেই রিপোর্ট সঙ্গে রাখতে হবে। অথবা, অন্তত ৯০ দিন আগে কোভিড থেকে সেরে উঠেছেন— এমন প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।’

 

বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান করোনা পরিস্থিতিতে এখনই ভ্রমণ বিষয়ক নিষেধজ্ঞা শিথিলে রাজি ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট; কিন্তু দেশের বিমান পরিষেবা সংস্থাগুলোর অব্যাহত আবেদন ও চাপের মুখে তাদের শান্ত করতে নতুন এই আদেশ দিয়েছেন তিনি।

 

১১ জুন ২০২২
সূত্র: সিএনএন

আরো পড়ুন

বেলকনিতেও জায়গা হলো না প্রিন্স হ্যারির

ব্রিটেনে বিশ্ববিদ্যালয় কর্মীদের ’পরীক্ষা বর্জন’ আন্দোলন, বড় ক্ষতির মুখে শিক্ষার্থীরা

হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য ‘ছনের ঘর’

নিউজ ডেস্ক