24.7 C
London
August 19, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বিমানবাহিনীর বিশেষ বিমানে করে কাদের বাংলাদেশে পুশ-ইনের জন্য আনলো ভারত

ভারতের গুজরাটের ভাদোরদা থেকে প্রায় ২০০ জনকে দেশটির বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে নিয়ে আসা হয়েছে। ভাদোরদা থেকে আনা এসব মানুষকে গত বৃহস্পতিবার বিএসএফের হাতে তুলে দেয় ভারতীয় বিমানবাহিনী। ‘বাকি আনুষ্ঠানিকতা’ শেষে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

গুজরাট পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে দাবি করেছেন, যাদের সীমান্তবর্তী এলাকায় আনা হয়েছে তারা ‘নিশ্চিত বাংলাদেশি’। যার মধ্যে কয়েকজনের বৈধ কাগজপত্র নেই। তাদেরও এ বিমানে করে সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে।

তিনি জানিয়েছেন, ভারতীয় বিমানবাহিনীর এয়ারবাস এ৩২১ বিমানে লোকগুলাকে তোলা হয়। তাদের প্রথমে ভাদোরদা বিমানঘাঁটিতে কড়া নিরাপত্তায় আনা হয়। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এই মানুষদের ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য এবং পশ্চিমবঙ্গে আনা হয়েছে।

তিনি বলেছেন, দুই মাস আগে গুজরাটে ধরপাকড় শুরু হয়। এরপর এসব মানুষকে আটক করা হয়। তাদের রাখা হয় একটি অস্থায়ী কেন্দ্রে। ওই সময় থেকেই তাদের বাংলাদেশি হিসেবে দাবি করে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

সূত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এম.কে
০৬ জুলাই ২০২৫

আরো পড়ুন

১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ

নিউজ ডেস্ক

অনলাইনে ‘রোমান্স স্ক্যাম’, যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রলোভনে প্রতারিত ৫০ নারী

নিউজ ডেস্ক

বাংলাদেশের জনসংখ্যা কমতে শুরু করবে যে বছর থেকে, জানাল জাতিসংঘ