TV3 BANGLA
বাংলাদেশ

বিমানের ঢাকা-রোম ফ্লাইট মার্চে চালুর পরিকল্পনা

আগামী বছরের মার্চের মধ্যে ঢাকা থেকে ইতালির রোমে ফ্লাইট চালু করার পরিকল্পনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বৃহস্পতিবার ২১ ডিসেম্বর বিমান বাংলাদেশের ট্রেনিং সেন্টারে আয়োজিত এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের ফ্লাগশিপ অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) শফিউল আজিম।

তিনি জানান, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য এরই মধ্যে ৭০০ কোটি টাকার উপকরণ কেনা হয়েছে এবং আরও ৩০০ কোটি টাকার উপকরণ কেনা প্রক্রিয়াধীন রয়েছে।

পাশাপাাশি জনবল ট্রেনিং দেয়া হচ্ছে উল্লেখ করে বিমানের এমডি বলেন, সেবার মান বাড়ানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে। তাছাড়া হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনায় সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

তিনি বলেন, পাইলটদের ট্রেনিং দেয়ার জন্য নিজস্বভাবে ইন্সটিটিউট করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এখনে অন্য দেশের পাইলটরাও ট্রেনিং নিতে পারবেন। সেক্ষেত্রে বোয়িং বা এয়ারবাস ট্রেইনার হিসেবে থাকবে।

বিমানের জন্য যেটি টেকসই ও লাভজনক হবে, সেই কোম্পানি থেকে নতুন বিমান কেনা হবে বলে উল্লেখ করেন বিমানের এমডি। তিনি বলেন, কোড শেয়ারিংয়ের মাধ্যমে ফ্লিট পরিধি বাড়ানো হচ্ছে। লিজ নেয়া ড্যাশ-৮ বিমান কিনে নেয়া হয়েছে। এটি এখন বিমান বহরে যোগ দিয়েছে।

তিনি আরও বলেন, ১০০ কেবিন ক্রু নিয়োগ দেয়া হয়েছে। আরও নিয়োগের প্রক্রিয়া চলছে।

এম.কে
২১ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণে যাওয়া বাতিল

হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছে কে?

সাংবাদিক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ