0.6 C
London
November 21, 2024
TV3 BANGLA
শীর্ষ খবর

 বিলেতে প্রপার্টি প্রাইজের মডেস্ট বৃদ্ধি  

বিলেতে এভারেজ প্রপার্টি প্রাইজ আবারও বৃদ্ধি পেয়েছে। যদিও বার্ষিক গ্রোথ রেট ধীর গতিতে এগোচ্ছে। বিলেতের অন্যতম প্রধান ল্যান্ডার সতর্ক করেছে যে, প্রপার্টি সেক্টরের জন্য সামনে আরও চ্যালেন্জিং সময় আসছে, যেহেতু জীবনযাত্রার ব্যয় এবং ইন্টারেস্ট রেট বৃদ্ধি  পাচ্ছে।

 

হালিফাক্স এর মতে, বিলেতে আগস্ট ২০২২ মাসে এভারেজ প্রপার্টি প্রাইজ ছিল ২৯৪২৬০ পাউন্ড। যা জুলাই ২০২২ এর তুলনায় ০.৪%। এটি আরেকটি রেকর্ড বৃদ্ধি  ।

 

এই বৃদ্ধি কে বলে রিলেটিভ মডেস্ট মান্থলি রাইজ। সাম্প্রতিক সময়ে  প্রপার্টি প্রাইজ অনেক বেড়েছে। তখন এভারেজ মান্থলি প্রপার্টি প্রাইজ বৃদ্ধির রেট ছিল ০.৯%।

 

সাম্প্রতিক সময়ে  এনার্জি প্রাইজ অনেক বৃদ্ধি  পেয়েছে। যা সরাসরি জীবনযাত্রার ব্যয়তে প্রভাব ফেলেছে। এর  ফলে অনেক ফাস্ট টাইম বায়ারদের মর্গেজ নিয়ে প্রপার্টি ক্রয় করার জন্য ডিপোজিট সেভিং করা কষ্টকর হয়ে যাছে। এবং সম্ভাব্য  প্রপার্টি বায়ারদের সংখ্যাও কমে যাছে।

 

বিলেতের অন্যতম প্রপার্টি বিল্ডার বেরেট ডেভলাপমেণ্ট বলেছে, আগস্ট ২০২২ পর্যন্ত যে পরিমাণ প্রপার্টি রিজার্ভ হয়েছে, তা বিগত বছর এর তুলনায় অনেক কম এবং এই  রিজার্ভ এর পরিমাণ করোনা প্যানডেমিক এর আগে যে পরিমাণ রিজার্ভ হত তার তুলনায় কম।

 

বেরেট ডেভলাপমেন্টের মতে, এর কারণ হতে পারে প্রপার্টি মার্কেটে প্রপার্টির সাপ্লাই কম এবং অর্থনীতির অনিশ্চয়তা। এর ফলে প্রপার্টি প্রাইজের গ্রোথ রেট মডারেট রেটে বৃদ্ধি  পাচ্ছে।

প্রপার্টি মার্কেট এবং মর্গেজ সংক্রান্ত ব্যাপারে বিস্তারিত জানতে নিচের ইমেইল অথবা টেলিফোন নাম্বারে যোগাযোগ করা যাবে।   

EMAIL: info@benecofinance.co.uk    

PHONE: +4402080502478 

আরো পড়ুন

সবজির যোগানের ঘাটতি যুক্তরাজ্যে

অবশেষে ব্রিটেনে কমছে তেল ও দুধের দাম

২০২৩ সালের জন্যে লন্ডন বিশ্বের সেরা শহর মনোনীত