TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বিলেতে বাড়ি কেনাবেচা || যুক্তরাজ্যে বাড়ি কেনার সহজ ধাপসমূহ

মোস্তাফিজুর রহমান

মানুষের পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে বাসস্থান সবসময়ই সবচেয়ে ব্যয়বহুল এবং গুরুত্বপূর্ণ চাহিদা। যুক্তরাজ্যে একটি বাড়ি কেনা মানে শুধু একটি সম্পত্তি নয়, বরং ভবিষ্যতের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং নিজের স্বপ্ন পূরণের প্রতীক। ইংল্যান্ড ও ওয়েলসে প্রপার্টি ক্রয় ও বিক্রয় এর পুরো প্রক্রিয়া অনেকটাই জটিল, সময়সাপেক্ষ ও অপ্রত্যাশিত বাধা থাকে। তবে যদি আপনার ভালো প্রস্তুতি থাকে তাহলে কোনো ঝামেলা ছাড়াই ক্রয় প্রক্রিয়াটা দ্রুত সম্পন্ন করা যায়।
🔷 ক্রয় প্রক্রিয়া শুরু করার আগে যেসব ডকুমেন্ট প্রস্তুত রাখবেন
১) পরিচয়পত্র (পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স)
২) ঠিকানার প্রমাণ (ব্যাংক স্টেটমেন্ট/ইউটিলিটি বিল)
৩) পে-স্লিপ (৩–৬ মাস) এবং P60
৪) বেনিফিট ইনকাম ডকুমেন্ট (যদি থাকে)
৫) ট্যাক্স রিটার্ন ডকুমেন্ট (Self-employed/Director)
৬) ব্যাংক স্টেটমেন্ট এবং ডিপোজিট প্রমাণ
৭) ক্রেডিট রিপোর্ট
৮) Electoral Roll-এ নাম
🔷 যুক্তরাজ্যে উপযুক্ত প্রপার্টি কীভাবে খুঁজবেন
অনলাইন লিস্টিং ওয়েবসাইট যেমন—Rightmove, Zoopla ইত্যাদি আপনাকে প্রপার্টির দাম, লোকেশন ও মৌলিক তথ্য জানতে সাহায্য করে।
এছাড়া একজন লোকাল estate agent আপনাকে এলাকার বাজার, উপযোগী প্রপার্টি এবং প্রক্রিয়া–সংক্রান্ত গাইড দিতে পারে।
🔷 যুক্তরাজ্যে প্রপার্টির সাধারণ ধরন
# Detached House # Semi-detached House
# Terraced House / End-terrace house
#Flats / Converted Flats / Studio Flat
# Bungalows # Cottages  #Mansions
 কারা যুক্তরাজ্যে প্রপার্টি কিনতে পারে?
  • যুক্তরাজ্যের নাগরিক
  • ইউরোপীয় ইউনিয়নের নাগরিক
  • নন–ইউরোপীয় নাগরিক
  • বিদেশে বসবাসকারী প্রবাসী
  • Skilled Worker ভিসাধারীরা
  • বৈধ ভিসা নিয়ে যুক্তরাজ্যে বসবাসকারী যে কেউ প্রপার্টি কিনতে পারবেন
🔷 Buy-to-Let প্রপার্টি
বিলেতে প্রপার্টি ক্রয় করে/পরিবর্তন করে বাই টু লেট প্রপার্টি হিসেবে  ভাড়া দেয়া একটি লাভজনক বিনিয়োগ। এই ধরনের প্রপার্টিকে বলা হয় বাই টু লেট  প্রপার্টি এবং যিনি এই প্রপার্টি ক্রয় ও ভাড়া দেন তাকে বলা হয় বাই টু লেট  ল্যান্ডলর্ড। বিলেতে বাই টু লেট প্রপার্টিতে বিনিয়োগ এবং ল্যান্ডলর্ড  সংখ্যা প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে।
কেন Buy-to-Let বিনিয়োগ করবেন?
  • এটি দৃশ্যমান ও স্থায়ী সম্পদ
  • পোর্টফোলিও বৈচিত্র আনে
  • দীর্ঘমেয়াদে মূলধন বৃদ্ধি পেতে পারে
  • ইনফ্লেশন থেকে সম্পদকে সুরক্ষিত রাখে
  • রি-মর্টগেজ করে অতিরিক্ত প্রপার্টি কেনা সম্ভব
🔷 যেসব বিষয় নিয়ে Buy-to-Let landlord-দের বিশেষ সতর্ক থাকতে হবে
১) মার্কেট রিসার্চ – প্রপার্টির লোকেশন, রেন্টাল ডিমান্ড, ভবিষ্যৎ ভ্যালু—এসব আগে যাচাই করা জরুরি।
২) SPV কোম্পানি গঠন (ঐচ্ছিক) – একজন ব্যক্তি এককভাবে প্রপার্টি ক্রয়,  সংস্কার এবং বিক্রয় করতে পারে। ইদানীং অনেকেই এককভাবে  অথবা যৌথভাবে  বাই  টু লেট প্রপার্টি কেনার সময় SPV কোম্পানী গঠন করে তার  অধীনে মর্গেজ নিয়ে প্রপার্টি কিনছেন। মর্গেজ নিয়ে প্রপার্টি  কিনলে  কোম্পানী গঠন করে প্রপার্টি ক্রয় করা হবে ট্যাক্স এফিশিয়েন্ট। এই দেশে নতুন  কোন কোম্পানী গঠন করা খুবই সহজ এবং একদিনেই তা রেজিস্টার করা সম্ভব।  কোম্পানী গঠনে SIC Code একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই  ব্যাপারে বিস্তারিত জানতে আপনি আপনার একাউন্টেন্ট অথবা মর্গেজ এডভাইজার এর  সাথে পরামর্শ করে নিতে পারেন।
৩) অকশনে প্রপার্টি ক্রয় – অকশনে সাধারণত বাজারের চেয়ে কম দামে প্রপার্টি পাওয়া যায়।
তবে এ ধরনের বাড়িতে অনেক সংস্কারের প্রয়োজন হতে পারে, তাই যথাযথভাবে survey করা জরুরি।
৪) প্রপার্টি সংস্কার
  • বাজেট নির্ধারণ
  • দরজা–জানালা, utility, painting ইত্যাদির সাধারণ সংস্কার
  • রুম বাড়াতে চাইলে লোকাল কাউন্সিলের অনুমতি প্রয়োজন
৫) Energy Performance Certificate (EPC) – EPC সার্টিফিকেট দ্বারা আপনার প্রপার্টিতে কি  পরিমাণ এনার্জি খরচ হয় এবং আপনার প্রপার্টি কতটা এনার্জি এফিসিয়েন্ট তার  বিস্তারিত রিপোর্ট পাবেন। আপনার প্রপার্টিকে A থেকে G এর মধ্যে একটি রেটিং  করা হবে। আপনার EPC সার্টিফিকেট এর মেয়াদ ১০ বছর পর্যন্ত থাকবে। নতুন  প্রপার্টি ক্রয়, বিক্রয় এবং ভাড়া দেয়ার জন্য নুন্যতম E রেটিং এর EPC  সার্টিফিকেট এর প্রয়োজন হবে। আপনার প্রপার্টির Energy Performance  Certificate (EPC) এর জন্য আপনার নিকটস্থ Domestic Energy Assessor এর সাথে  যোগাযোগ করতে পারেন।
৬) টেন্যান্সি ম্যানেজমেন্ট
  • নিজে থেকে প্রপার্টি ম্যানেজ করতে পারেন
  • estate agency-কে দায়িত্ব দিতে পারেন
  • বিক্রি করতে চাইলে estate agent-এর সহায়তা নিতে পারেন
🔷 যুক্তরাজ্যে প্রপার্টি কেনার আর্থিক পরিকল্পনা       
প্রপার্টি কেনা বা বিক্রি—উভয় ক্ষেত্রেই কিছু খরচ রয়েছে:
# ডিপোজিট # Mortgage adviser fee # Valuation fee # House survey (ঐচ্ছিক)
#Legal & conveyancing fee # Lender mortgage fee
# Property insurance # Stamp Duty Land Tax
প্রপার্টি ক্রয় প্রক্রিয়া শুরু করার পর একজন প্রপার্টি বায়ারকে যেসব বিসষয় অবশ্যই লক্ষ্য রাকখতে হবে
  •  বিলেতে বেশিরভাগ প্রপার্টি এস্টেট এজেন্টদের মাধ্যমে বেচাকেনা হয়। সেলার তার প্রপার্টি বিক্রয় এর সিদ্ধান্ত নেয়ার পর তার সলিসিটর এবং এস্টেট  এজেন্ট এর সাথে যোগাযোগ করে, বিক্রয় সংক্রান্ত যাবতীয় ডকুমেন্ট সংগ্রহ করে রাখবে।
  • অনেকসময় দেখা যায় কোন সম্ভাব্য ক্রেতা প্রপার্টি দেখার পর বিক্রেতার সাথে মৌখিক ভাবে প্রপার্টি কেনার চুক্তি করে থাকে। কিন্তু প্রপার্টি ক্রয় করার আগমুহূর্তে বিক্রেতা অন্য একজন ক্রেতার কাছ থেকে বেশি দামে প্রপার্টি অফার পেয়ে প্রথম ক্রেতার কাছ থেকে প্রপার্টি বিক্রয় এর চুক্তি ভঙ্গ করে। এই চুক্তি ভঙ্গকে বলা হয় Gazumping। এই Gazumping একটি বৈধ বিষয়। যেহেতু প্রথম ক্রেতা প্রপার্টি ক্রয় এর জন্য মৌখিক চুক্তি করেছে এবং যার কোন আইনগত ভিত্তি নেই।  Gazumping কিভাবে সামাল দিবেন: প্রপার্টি পছন্দ হবার পর এবং বিক্রেতার সাথে মৌখিক ভাবে চুক্তি হবার পর। বিক্রেতাকে অনুরোধ করুন তিনি যেন মার্কেট থেকে প্রপার্টি উঠিয়ে নেন এবং প্রপার্টির মার্কেটিং বন্ধ করে দেন বিক্রেতার সাথে নিয়মিত যোগাযোগ এবং ভাল সম্পর্ক রাখুন। সলিসিটর এর মাধ্যমে প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি ও সংগ্রহ করে রাখুন ।যত দ্রুত সম্ভব ক্রেতা তার সলিসিটর এর মাধ্যমে বিক্রেতার সলিসিটর এর সাথে memorendum of sale করে নেওয়া। এর মাধ্যমে Gazumping সম্ভাবনা অনেক কমে যায়।
  • কোন সম্ভাব্য বায়ার প্রপার্টি দেখতে আসলে বায়ারকে মর্গেজ ইন প্রিন্সিপাল (MIP) দেখতে হবে। মর্গেজ ইন প্রিন্সিপালে বায়ার এর বেসিক পার্সোনাল ইনফরমেশন, ইনকাম এবং ল্যান্ডারের কাছ থেকে বায়ার সম্ভাব্য কি পরিমাণ মর্গেজ পেতে পারেন তা উল্লেখ থাকে। সাধারণত ৯০ দিন পর্যন্ত একটি মর্গেজ ইন প্রিন্সিপালের মেয়াদ থাকে।
  • মর্গেজ নিয়ে প্রপার্টি ক্রয় করার প্রক্রিয়া শুরু করার পূর্বে প্রথমেই একজন অভিজ্ঞ মর্গেজ অ্যাডভাইজর এর সাথে যোগাযোগ করুন। কারণ একজন অভিজ্ঞ মর্গেজ অ্যাডভাইজর আপনার সার্বিক অবস্থা বিবেচনা করে আপনার জন্য সঠিক মর্গেজ নির্বাচন করবে।
  • বিভিন্ন কারণে কনভিয়েনসিং এর প্রক্রিয়া ধীর গতি হতে পারে। যেমন ডিভোর্স, probate, লিজহোল্ড প্রপার্টি, মর্গেজ ডকুমেন্ট প্রসেস  ইত্যাদি ।  এজন্য প্রপার্টি ক্রয় প্রক্রিয়া অভিজ্ঞ সলিসিটর এবং মর্গেজ অ্যাডভাইজর এর মাধ্যমে করতে হবে এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
প্রপার্টি মার্কেট সম্পর্কে আপনাদের কোন মতামত বা জিজ্ঞাসা থাকলে নিন্মের ই-মেইল অথবা টেলিফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।
Tel: 02080502478

আরো পড়ুন

ইউটিউবে ফাঁস চ্যারিটি ভিসার কৌশল, পরিবারসহ যুক্তরাজ্যে অভিবাসনের নতুন পথ

যুক্তরাজ্যে ফিরতে নতুন আবেদন করেছেন শামীমা বেগম

অনলাইন ডেস্ক

বর্জ্য সংগ্রহকারীদের ধর্মঘটের শততম দিন, বার্মিংহামজুড়ে বর্জ্যের পাহাড়