4.7 C
London
December 26, 2025
TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম

বাংলাদেশের অন্যতম সফল ব্যাটসম্যান তামিম ইকবাল। গত ৮-১০ বছর ধরে সব ফরম্যাটে বাংলাদেশের বেশিরভাগ সাফল্যের অন্যতম স্বার্থক রূপকারও বাঁ-হাতি এ ওপেনার। বুধবার (১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক লাইভে এসে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তের কথা জানান তিনি।

 

হাঁটুর ইনজুরিতে পড়ে দীর্ঘদিন ধরেই মাঠে নামা হচ্ছে না তামিমের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজেও দেখা যাবে না তাকে। তবে বিশ্বকাপে না খেলার প্রধান কারণ হিসেবে ইনজুরিকে নয় বরং নতুনদের সুযোগ দেয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন বাঁহাতি এ ওপেনার।

 

ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে আমাদের বোর্ড সভাপতি পাপন ভাই, আমাদের প্রধান নির্বাচক নান্নু ভাইকে আমি ফোন করেছিলাম। ফোন করে তাদের সঙ্গে কিছু জিনিস আমি শেয়ার করেছি। যেটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি তাদের বলেছি যে আমার মনে হয় না যে আমার বিশ্বকাপ দলে থাকা উচিত। ‘

 

হঠাৎ করেই এমন সিদ্ধান্ত নেয়ার কারণ হিসেবে তামিম ইকবাল বলেন ‘প্রথমত, আমি বেশ কয়েকদিন ধরে দলের সঙ্গে খেলছি না। দ্বিতীয়ত ইনজুরি। যদিও এটি অত বড় সমস্যা না। কারণ বিশ্বকাপের আগেই এটি হয়তো ঠিক হয়ে যাবে। সবচেয়ে বড় কারণ হচ্ছে, যেহেতু আমি দলের সঙ্গে প্রায় ১৫-১৬টি টি-টোয়েন্টি খেলিনি। এতদিন যারা আমার জায়গায় খেলেছিল তাদের কাছে বিষয়টি ফেয়ার হবে না, যদি আমি হঠাৎ করে এসে ওদের জায়গাটা নিয়ে নি। ’

 

সর্বশেষ ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন তামিম ইকবাল। এরপর প্রায় ১৭ মাস কেটে গেলেও বাংলাদেশের হয়ে আর টি-টোয়েন্টি খেলা হয়নি বাঁহাতি এই ওপেনারের।

 

১ সেপ্টেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

মাসব্যাপী লকডাউনে প্যারিস

Training & Life skill | 26 January 2021

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্য-আয়ারল্যান্ডে ২০ হাজার কর্মী নেবে ম্যাকডোনাল্ডস