13.2 C
London
April 2, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বিশ্ববিদ্যালয় হল খুলে দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সব আবাসিক হল খুলে দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শনিবার (৩ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদসংলগ্ন ‘মহুয়া মঞ্চ’ থেকে ঘোষণা দেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার মধ্যে আবাসিক হলগুলো খুলে দেয়ার দাবি জানাচ্ছি। নির্ধারিত সময়ের মধ্যে জরুরি সিন্ডিকেট ডেকে হল খোলার সিদ্ধান্ত নিতে হবে। প্রশাসন যদি সিদ্ধান্ত না নেয়, তাহলে পরবর্তী পদক্ষেপ শিক্ষার্থীরা নিজ হাতে নেবেন।’

আন্দোলনের আরেক সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৯ দিন ধরে অন্যায্যভাবে হল বন্ধ রেখেছে। আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। যদি হল খুলে দেয়া না হয়, তাহলে পরবর্তী ব্যবস্থা আর প্রশাসনের হাতে থাকবে না। শিক্ষার্থীরা ভিসি, প্রক্টর, প্রভোস্টদের পরিত্যাগ করবে। তারা নিজেরা নিজ দায়িত্বে হলে উঠে যাবেন।’

এম.কে
০৪ আগস্ট ২০২৪

আরো পড়ুন

সবার অন্তত ৭ দিন জেলে থাকা উচিতঃ জুনায়েদ আহমেদ পলক

ভিপি মাহবুব ও আফসর খাঁনের সহযোগিতায় ডেভিল রাশেদ এখন স্বেচ্ছাসেবক দলের নেতা

যেসব কারণে সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে আলী রীয়াজ