সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা মঙ্গলবার তাদের অ্যাকাউন্ট থেকে হঠাৎ লগ আউট হওয়ার কথা জানিয়েছেন। বাংলাদেশ সময় রাত ৯টা ২১ মিনিট থেকে এ সমস্যা দেখা দিয়েছে।
ডাউনডিটেক্টর জানিয়েছে, সমস্যাটি বিশ্বব্যাপী। অ্যাপ এবং ওয়েবসাইট-দুটোইতে এ সমস্যা দেখা দিয়েছে।
এ বিভ্রাটের কারণ এখনও জানা যায়নি। ব্যবহারকারীরা তাদের পাসওয়ার্ড রিসেট করা এবং লগইন করার সমস্যার কথা জানিয়েছেন।
এ ঘটনায় বিপণনের জন্য ফেসবুকের উপর নির্ভরশীল ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ব্যবহারকারীরা অন্যান্য সামাজিক নেটওয়ার্কগুলোতে গিয়ে হতাশা প্রকাশ করছেন এবং #FacebookDown ট্রেন্ড চালু করেছেন।
ইনস্টাগ্রাম এবং ম্যাসেঞ্জারেও একই সমস্যা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কখন ফেসবুকে পুনরায় লগইন করা যাবে কিংবা সমস্যার সমাধান কখন হবে তা নিশ্চিত করতে পারেনি মেটা।
এম.কে
০৫ মার্চ ২০২৪