9.6 C
London
April 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

বিশ্বের ৪১ দেশ ভ্রমণে ভিসার দরকার নেই বাংলাদেশিদের


ভিসা ছাড়াই বাংলাদেশের নাগরিকরা ঘুরে আসতে পারবেন ৪১টি দেশে। এক্ষেত্রে কেবল পাসপোর্ট থাকলেই হবে। ২০১৯ সাল থেকেই এই ৪১ দেশে যাওয়ার ব্যবস্থা ছিল। ২০২০ সালে এর কোনো পরিবর্তন হয়নি। এর আগে ভিসা ছাড়া ৩৮ দেশে যেতে পারতেন বাংলাদেশিরা। 

বিশ্বের ১০৪টি দেশের ওপর প্রতি বছরই জরিপ চালিয়ে একটি মূল্যায়ন সূচক তৈরি করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘দ্যা হ্যানলি অ্যান্ড পার্টনার্স’। এই বছরও তার ব্যতিক্রম নয়। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) ভ্রমণ তথ্যভাণ্ডারের সহযোগিতা নিয়ে প্রতিবছরের মতো এ সূচক তৈরি করেছে তারা। ।

দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স বলছে, বাংলাদেশি পাসপোর্ট থাকলে বিশ্বের ৪১টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যাবে। তালিকাটি নিচে দেওয়া হলো।

অঞ্চল

রাষ্ট্র

এশিয়া

ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা পূর্ব তিমুর

আফ্রিকা

বেনিন, কেপ ভার্দ, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গাম্বিয়া, গিনি বিসাউ, কেনিয়া, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সিসিলি, সোমালিয়া, টোগো উগান্ডা।

আমেরিকা

বলিভিয়া

ওশেনিয়া

কুক আইল্যান্ডস,
ফিজি, মাইক্রোনেশিয়া, নিউই, সামাউ, ত্রিভালু
ভানুয়াতু।

ক্যারিবীয় অঞ্চলের

বাহামা, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিনিয়া
আইল্যান্ডস, ডোমিনিকা, গ্রেনাডা, ত্রিনিদাদ
টোব্যাগো, হাইতি, জামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস
অ্যান্ড নেভিস
সেন্ট
ভিনসেন্ট।

২০ আগস্ট ২০২০
এনএইচটি

আরো পড়ুন

ব্রিটেনে ব্রিটিশ-বাংলাদেশি শিশুরা স্থূলতায় এগিয়ে

সিলেটে অবতরণ করা দুটি বিমানের ধাক্কা লেগে যান্ত্রিক ত্রুটি

করোনায় বঙ্গবন্ধুর সহচর আজিজুর রহমানের মৃত্যু

অনলাইন ডেস্ক