21.6 C
London
July 14, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের অপসারণ চেয়ে পিটিশন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের জরুরি অপসারণ চেয়ে একটি পিটিশন ক্যাম্পেইন চালু হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) রাত পর্যন্ত প্রায় ছয় হাজারেরও বেশি মানুষ পিটিশনে সাইন করেছেন।

গত ১৩ জানুয়ারি পিটিশন প্ল্যাটফর্ম চেঞ্জ.ওআরজিতে পিটিশন ক্যাম্পেইনটি চালু করে অ্যাক্ট নাও বাংলাদেশ। পিটিশনের কারণ বর্ণনা করে প্ল্যাটফর্মটি লিখেছে, ‘আমরা নিম্নস্বাক্ষরকারীরা ডব্লিউএইচও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে সায়মা ওয়াজেদ পুতুলকে জরুরি পুনর্মূল্যায়ন এবং অপসারণের আহ্বান জানাচ্ছি।’

‘তার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতির প্রতি তার প্রকাশ্য সমর্থন নিয়ে গভীর উদ্বেগের প্রেক্ষিতে এই অনুরোধ জানানো হচ্ছে। হাসিনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত যা ডব্লিউএইচওর নীতির সঙ্গে স্বার্থের গভীর সংঘাত তৈরি করে।’

এতে আরও উল্লেখ করা হয়, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল। বিশেষ করে ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-নেতৃত্বাধীন বিদ্রোহের সময়। শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর সরকারের সহিংস দমনের ফলে অসংখ্য আহত ও মৃত্যু ঘটে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়।’

এম.কে
১৭ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

কবে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক

প্রত্যক্ষদর্শীদের হুমকি দিচ্ছে পুলিশ

অনলাইন ডেস্ক

একটি দল ছাড়া কোনো দল ডিসেম্বরে নির্বাচন চায় না, তা সঠিক নয়ঃ গণফোরাম