8.5 C
London
February 23, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বিসিবি সভাপতির দুর্ব্যবহার, বোর্ড ছাড়ার ইঙ্গিত ফাহিমের

বিপিএলে মাঠের খেলায় চলছে রানের উৎসব। তবে যতো বিতর্ক মাঠের বাইরে। টিকিট না পেয়ে গেইট ভেঙেছেন দর্শকরা। ঘটেছে অগ্নিসংযোগের মতো ঘটনাও। আবার বিসিবি সভাপতির সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তার দুর্ব্যবহার জন্ম দিয়েছে আলোচনার।

তবে এবার দুর্ব্যবহারের অভিযোগ স্বয়ং বোর্ড সভাপতি ফারুক আহমেদের দিকে। পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ বিসিবি সভাপতির বিরুদ্ধে। দেশের এক বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে পরিচালক ফাহিম স্বীকার করেছেন বিষয়টি। এ ঘটনায় বোর্ড ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন ফাহিম।

বিসিবি সভাপতির দুর্ব্যবহার প্রসঙ্গে ফাহিম বলেন, ‘ওরকম একটা মন্তব্য করা হয়েছে যা আমি স্পেসেফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল, তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে। সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়তো আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না।’

তিনি আরও বলেন, ‘আমি জানিনা কেন প্রেসিডেন্ট আমার ব্যাপারে কমেন্ট করেছে। তবে আমি খুব অবাকও হয়েছিলাম। স্বাভাবিকভাবেই আমি মোটেই আশা করিনি ওরকম একটা মন্তব্য। আর সেটা অনেকগুলো মানুষের সামনে। সেখানে মন্ত্রণালয়ের মানুষ ছিল।’

বিসিবি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে ফাহিম বলেন, ‘আমার মাঝেমাঝে মনে হয় বোর্ডে না থাকলেই বুঝি ভালো হয়। কারণ বোর্ডের বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি বা কথা বলতে পারি, তা বোর্ডে থেকে সম্ভব না। আমি যদি বোর্ডে থাকি, আমাকে কাজ করতে হবে। যদি কাজ করতে না পারি, তারচে ভালো বাইরে থাকা।’

এম.কে
০৫ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

ওবায়দুল কাদেরকে ঠাকুরগাঁওয়ের আমন্ত্রণ জানালেন মির্জা ফখরুল

আওয়ামী লীগ সরকার ক্ষমতা আঁকড়ে রাখতে গণঅভ্যুত্থানে নৃশংসতা চালিয়েছিলঃ জাতিসংঘ

হরতালে উত্তপ্ত সিলেট, পুলিশের ৫ সদস্য আহত