3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বিয়ের প্রস্তাবে অসম্মতি, পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ তরুণী খুন

পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ তরুণী মাইরা জুলফিকার (২৫)। পাকিস্তানে এসেছিলেন বিয়ের দাওয়াত খেতে। কিন্তু তার আর ব্রিটেনে ফেরত যাওয়া হলো না। লাহোরে একটি ভাড়া বাসায় খুন হয়েছেন তিনি, প্রাথমিক আলামতের উপর ভিত্তি করে প্রতিবেদন করে বিবিসি। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

 

জানা গেছে, দুই মাস আগে পাকিস্তানে একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন মাইরা। এক বন্ধুর সঙ্গে লাহোরে একটি ভাড়া বাসায় উঠেছিলেন তিনি। সেখানেই খুন হতে হলো তাকে।

 

স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, মাইরা এক লোকের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন হয়েছেন। এর আগে তিনি তার পরিবারকে সেই বিয়ের প্রস্তাবের কথা খুলে বলেছিলেন। সে সময় তিনি কেঁদেছিলেন ও বিষণ্ন ছিলেন।

 

পাকিস্তানের ডন পত্রিকায় বলা হয়েছে, মাইরাকে গুলি করা হয়েছে এবং তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে।

 

ইনডিপেনডেন্ট উর্দু পত্রিকায় বলা হয়েছে, ওই নারীর শরীরে গুলির চিহ্ন থাকলেও তাকে কীভাবে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

 

মারিয়া জুলফিকার পূর্ব লন্ডনের ফেলথাম শহরের বাসিন্দা। মিডেলসেক্স ইউনিভার্সিটিতে তিনি আইন বিষয়ের শিক্ষার্থী ছিলেন।

 

৫ মে ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

কাবুলে সস্তায় বিক্রি হচ্ছে বাড়ি

করোনায় বাংলাদেশে ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু

জাতিসংঘ কর্মীদের স্বয়ংক্রিয় ভিসা বন্ধ করছে ইসরাইল