3.5 C
London
November 22, 2024
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

বুস্টার ডোজ ৯৫.৬ শতাংশ কার্যকর : ফাইজার

ফাইজার/বায়োএনটেকের তৈরি কভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিনের বুস্টার ডোজ লক্ষণগত সংক্রমণের বিরুদ্ধে ৯৫.৬ শতাংশ কার্যকর। বৃহস্পতিবার (২১ অক্টোবর) এ টিকা প্রস্তুতকারকদের প্রকাশিত ট্রায়াল উপাত্ত থেকে এ তথ্য জানা যায় (খবর এএফপি)।

এক বিবৃতিতে কোম্পানি দু’টি জানায়, ১৬ বছর এবং এর বেশি বয়সের ১০ হাজার অংশগ্রহণকারীর ওপর চালানো তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে করোনাভাইরাসের বিরুদ্ধে ৯৫.৬ শতাংশ কার্যকর হতে দেখা যায়। প্রাণঘাতী ডেল্টা স্ট্রেইন ছড়িয়ে পড়ার সময় এ ট্রায়াল চালানো হয়।

এ গবেষণা প্রতিবেদনে বুস্টার ট্রায়ালের‘প্রাথমিক ফলাফল উপস্থাপন করার মধ্যদিয়ে ভ্যাকসিনের তৃতীয় ডোজের একটি ‘অনুকূল নিরাপত্তা ধারণা চিত্র’ পাওয়া গেল।

ফাইজারের সিইও আলবার্ট বৌর্লা বলেন, ‘এ ফলাফল বুস্টার সুবিধার আরো প্রমাণ এবং এক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে এ ভাইরাসের বিরুদ্ধে মানুষের ভাল সুরক্ষা ব্যবস্থা ধরে রাখা।’
ওই বিবৃতিতে কোম্পানি দু’টি জানায়, এ প্রাথমিক ফলাফল ‘যতদ্রুত সম্ভব’ নিয়ন্ত্রক সংস্থা গুলোর সাথে শেয়ার করা হবে।

ইতোমধ্যে ভ্যাকসিন গ্রহণকরেছেন এমন মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে করোনাভাইরাসের বুস্টার ডোজ গ্রহণের অনুমোদন দিয়েছে।

 

২২ অক্টোবর ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

ব্রিটিশ পর্যটকদের জন্য ইউরোপ জুড়ে কঠোর বিধিনিষেধ

অনলাইন ডেস্ক

আইসল্যান্ডে অগ্ন্যুৎপাতের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি

ফ্রান্সে বাংলাদেশি আশ্রয়প্রার্থিদের আবেদন শুনানি ছাড়াই বাতিল