7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

বেটিং অ্যাপে সাকিবের বোনের নাম নিয়ে চাঞ্চল্য

মহাদেব বেটিং অ্যাপের সঙ্গে নাম জড়াল সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসান। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও এই ঘটনায় জান্নাতুল প্রত্যক্ষভাবে জড়িত নন বলেই জানা গিয়েছে।

মহাদেব বেটিং অ্যাপকাণ্ডে তদন্তে সুরয চোখানি নামে একজনকে গ্রেফতার করা হয়েছেন। সুরয চোখানি বাংলাদেশের একটি জনপ্রিয় বেটিং অ্যাপ 11wicket.com-য়ে বিনিয়োগ করেছিলেন। সেই বিনিয়োগেই অংশীদারিত্ব ছিল সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসানের।

সূত্র মারফৎ জানা যায় সুরয চোখানিই সাকিব আল হাসানের বোনের নাম প্রকাশ্যে নিয়ে এসেছেন। এই ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের মধ্যেও শোরগোল তৈরি হয়েছে। যদিও সাকিব এই ব্যাপারে এখনও পর্যন্ত মুখ খোলেননি।

সূত্রঃ ইন্ডিয়া টুডে

এম.কে
১০ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে স্বাধীন কমিশন গঠন

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়— এমন ব্যবস্থা চায় বিএনপি

হিরো আলমের ভিডিওবার্তা, ‘আমার জেতা আসন ছিনিয়ে নিয়েছে আরাফাত, পেলেই গণধোলাই’