TV3 BANGLA
বাংলাদেশ

বের হতে চান ডাকাতরা, অক্ষত রয়েছেন জিম্মিরা : ভেতর থেকে কর্মকর্তা

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ঢুকা ডাকাত দলের সদস্যরা বের হয়ে আসতে চান। একই সঙ্গে এ ঘটনায় জিম্মি কারো কোনো ক্ষতি হয়নি বলেও জানা গিয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রূপালী ব্যাংকে জিম্মি থাকা এক কর্মকর্তা এসব কথা জানিয়েছেন।

তিনি জানান, ডাকাতরা আমা‌দের জিম্মি করলেও শুরু থেকেই ভালো আচরণ করেছে। তারা এখন বের হতে চাচ্ছেন। যেহেতু সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বা‌হিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছে তাই তারা জীবনহানির শঙ্কায় ভয়ে বের হচ্ছে না। ভেতরে কারো কোন প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে রূপালী ব্যাংকের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি খুব দ্রুত বিষয়টির সমাধান হবে।

এর আগে দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের ওই শাখায় ডাকাত দলের হানা দেওয়ার খবর পাওয়া যায়। এ খবর তাৎক্ষণিকভাবে এলাকায় জানাজানি হয়ে যায়। পাশের একটি মসজিদ থেকে মাইকিং করে ডাকাত হানা দেওয়ার তথ্য ছড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শাখাটি বাইরে থেকে ঘিরে ফেলেন।

ঢাকা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আজ (বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে ডাকাত দলের সদস্যরা রূপালী ব্যাংকের ওই শাখায় প্রবেশ করেছে বলে খবর পেয়েছি। তাদের হাতে অস্ত্র রয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। আমরা তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।

এম.কে
১৯ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

ভারতের হিসাবে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফেরার সম্ভাবনা শূন্য

ডাকসু নির্বাচনঃ শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উমামা ফাতেমা

জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান