7.6 C
London
November 18, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

বোয়েসেলের মাধ্যমে কর্মী নেবে তুরস্ক, বেতন ৫১ হাজার টাকা

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনায় তুরস্কে ২০০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে, টেক্সটার্সিং ওয়ার্কার পদে ১০০ জন এবং স্পিনিং, ডায়িং ও গার্মেন্ট ওয়ার্কার পদে ১০০ জন নেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা ও উচ্চতা : কমপক্ষে এসএসসি বা সমমান পাস। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি হতে হবে এবং ইংরেজি কথা বলায় পরদর্শী হতে হবে।

আবেদনের শর্ত
* শ্রমচুক্তি দুই বছর ( নবায়নযোগ্য);
* শিক্ষানবিশকাল তিন মাস;
* দৈনিক ৮ ঘণ্টা ডিউটি, ওভারটাইম তুরস্কের শ্রম আইন অনুযায়ী;
* থাকা: কোম্পানি বহন করবে;
* খাবার: কাজে থাকা অবস্থায় কোম্পানি দেবে;
* বিমানভাড়া কোম্পানি দেবে;
* সাপ্তাহিক ছুটি এক দিন;
* মেডিক্যাল: কোম্পানির নিয়ম অনুযায়ী দেওয়া হবে;

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য বোয়েসেলের নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধির মাধ্যমে সাক্ষাৎকার গ্রহণ চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

সার্ভিস চার্জ: চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ এবং আনুষঙ্গিক ব্যয়সহ মোট ৫৬ হাজার ৩৫০ টাকার পে-অর্ডার বোয়েসেলে জমা দিতে হবে।

সূত্রঃ বোয়েসেল

এম.কে
১২ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

ভাইরাল শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া দাবি আওয়ামী লীগের

দেশের দুটি কিডনিই খেয়ে ফেলেছে বিগত সরকারঃ ড. দেবপ্রিয়

কথিত টিকিট কারসাজির কারণে বিমানের হজ ব্যবসা সঙ্কুচিত