22.5 C
London
July 17, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্যবহারকারীর চাপে নতি স্বীকার, এআই প্রশিক্ষণে কনটেন্ট ব্যবহারের শর্ত বাদ দিলো উইট্রান্সফার

জনপ্রিয় ফাইল শেয়ারিং প্ল্যাটফর্ম উইট্রান্সফার সম্প্রতি তাদের সেবার শর্তাবলীতে এমন একটি ধারা যুক্ত করেছিল, যেখানে ইঙ্গিত ছিল যে ব্যবহারকারীর আপলোড করা ফাইলসমূহ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণে ব্যবহার করা হতে পারে। নতুন শর্তাবলীতে এমন ইঙ্গিত আসার পর সৃজনশীল পেশাজীবীদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং অনেকে সদস্যতা বাতিলের হুমকি দেন।

শর্তে উল্লেখ ছিল, প্রতিষ্ঠানটি ব্যবহারকারীর কনটেন্ট “প্রতিলিপি তৈরি, পরিবর্তন, বিতরণ ও সর্বসামক্ষে প্রদর্শনের” অধিকার সংরক্ষণ করে। এই ভাষা থেকে অনেকেই ধারণা করেন যে, তাদের ফাইলগুলো এআই মডেল উন্নয়নে ব্যবহৃত হতে পারে, যা তাদের পেশাগত অধিকার ও সৃজনশীল কাজের উপর হুমকি হয়ে দাঁড়ায়।

উইট্রান্সফারের একজন মুখপাত্র জানান, ব্যবহারকারীর কনটেন্ট কখনোই— এমনকি অভ্যন্তরীণভাবে— এআই উন্নয়নে ব্যবহার করা হয়নি এবং ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, “বাস্তবে আমরা কনটেন্ট যেভাবে পরিচালনা করি, তাতে কোনো পরিবর্তন হয়নি।”

জনসমালোচনার মুখে উইট্রান্সফার মঙ্গলবার তাদের শর্তাবলীর ভাষা সরল করে এবং মেশিন লার্নিং বা এআই সংক্রান্ত সকল ইঙ্গিত বাদ দিয়ে তা পুনঃপ্রকাশ করে। সংশোধিত অংশে এখন বলা হয়েছে, “আপনি আমাদের রয়্যালটি-মুক্ত লাইসেন্স দিচ্ছেন আপনার কনটেন্ট ব্যবহার করার জন্য—সেবাটি পরিচালনা, উন্নয়ন এবং উন্নত করার লক্ষ্যে, আমাদের প্রাইভেসি ও কুকি নীতিমালার আলোকে।”

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ক্ষোভ প্রকাশ করেন বহু ব্যবহারকারী। একজন ভয়েস অভিনেত্রী, একজন চলচ্চিত্র নির্মাতা এবং একজন সাংবাদিক টার্মস নিয়ে অসন্তোষ জানিয়ে উইট্রান্সফার বর্জনের ঘোষণা দেন।

কপিরাইট সংরক্ষিত সৃজনশীল কাজ এআই প্রশিক্ষণে ব্যবহারের বিষয়টি ইতোমধ্যেই একটি স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে। অনেকেই বলছেন, তাদের কাজ এআই প্রশিক্ষণে ব্যবহৃত হলে একদিকে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে তাদের প্রতিযোগিতামূলক প্রযুক্তিও তৈরি হচ্ছে তাদের কাজ ব্যবহার করেই।

রাইটার্স গিল্ড অফ গ্রেট ব্রিটেন বলেছে, তারা সন্তুষ্ট যে উইট্রান্সফার বিষয়টি স্পষ্ট করেছে। গিল্ডের বিবৃতিতে বলা হয়, “সদস্যদের কাজ কখনোই তাদের অনুমতি ছাড়া এআই প্রশিক্ষণে ব্যবহার করা উচিত নয়।”

উইট্রান্সফার বলেছে, “আমরা সৃজনশীল কমিউনিটিকে সর্বোচ্চ সম্মান করি। আমাদের লক্ষ্য উইট্রান্সফারকে ব্যবহারকারীদের জন্য সর্বোত্তম ও নিরাপদ প্ল্যাটফর্ম হিসেবে ধরে রাখা।”

২০০৯ সালে প্রতিষ্ঠিত উইট্রান্সফার বর্তমানে ১৯০টি দেশে ৮ কোটি মাসিক ব্যবহারকারী দ্বারা ব্যবহৃত হচ্ছে। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বড় ফাইল সহজে ইমেইলের মাধ্যমে পাঠানো যায়, ব্যবহারকারীদের অ্যাকাউন্ট না খুলেও।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১৭ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে অবস্থান করা প্রি-স্যাটেলমেন্ট স্ট্যাটাসে থাকা ব্যক্তিদের জন্য সুখবর

অবৈধভাবে কাজ করার জন্য সিভিল পেনাল্টি সংক্রান্ত গাইড

ছাঁটাই হবে ৯০ হাজার সিভিল সার্ভিস কর্মী!