17.3 C
London
April 3, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ব্যাংককে ইউনূস-মোদির বৈঠক শুক্রবার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অবশেষে বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী শুক্রবার বিকেলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারা।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেন। ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পর নরেন্দ্র মোদির সঙ্গে এটিই প্রথম বৈঠক।

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে শুরু হয়েছে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলন চলবে ৪ এপ্রিল পর্যন্ত।

এই সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

এম.কে
০২ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

ঢাকা মেডিকেলসহ সারা দেশের হাসপাতাল শাটডাউনের ডাক

কোরআনের আয়াতকে বিকৃতভাবে উপস্থাপন, আনিসুল হককে লিগ্যাল নোটিশ

নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে শেহবাজ শরিফের