5.1 C
London
December 28, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

ব্রিগেডিয়ার আজমির বরখাস্তের আদেশ বাতিল

২০০৯ সালের ২৩ জুন ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমীকে। অবশেষে দীর্ঘ আইনি লড়াই শেষে তার বরখাস্তের আদেশ বাতিল হয়েছে।

২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে আবদুল্লাহিল আমান আযমীর ভাই সালমান আল আজমী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এ খবর নিশ্চিত করেন। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের সেনাবাহিনী থেকে বরখাস্তের আদেশ বাতিল হয়েছে। এখন তিনি আনুষ্ঠানিকভাবে ‘ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবদুল্লাহিল আমান আযমী’। এই দীর্ঘ সময় ধরে সবাই যেসব দোয়া করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।”

তার বরখাস্তের আদেশ বাতিল হওয়ায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তবে সেনাবাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

আবদুল্লাহিল আমান আযমী প্রয়াত জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক গোলাম আযমের বড় ছেলে। তিনি সেনাবাহিনীতে একজন মেধাবী ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন এবং কর্মজীবনে বিভিন্ন পদক ও পুরস্কারে ভূষিত হন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ আগস্ট আবদুল্লাহিল আমান আযমী নিখোঁজ হন। হাসিনা সরকারের পতনের পর চলতি বছরের ৬ আগস্ট আয়নাঘর থেকে তিনি নিজ বাসায় ফিরেন এবং এক সংবাদ সম্মেলনে বরখাস্তের আদেশ বাতিলের জন্য আইনি লড়াই চালানোর কথা জানান।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৭ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

খালেদা জিয়ার নামে ‘রাষ্ট্রদ্রোহী’ মামলার বাদী আটক

সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রীঃ রুমিন ফারহানা

করোনা ধ্বংসকারী ফেস মাস্ক আসছে ডিসেম্বরেই!

অনলাইন ডেস্ক