TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

ব্রিটিশ কোম্পানি ছাড়ছেন শীর্ষ নির্বাহীরা

যুক্তরাজ্যে শীর্ষ নির্বাহীদের চাকরি ছাড়ার পরিমাণ দ্বিগুণের বেশি বেড়েছে। ব্রেক্সিটের ফলে শ্লথগতির প্রবৃদ্ধি ও ইইউর সঙ্গে বাণিজ্য চুক্তিতে দীর্ঘসূত্রিতায় কয়েক বছর ধরেই ধুঁকছে যুক্তরাজ্যের অর্থনীতি। এতে শীর্ষ নির্বাহীদের মধ্যে যুক্তরাজ্য ছাড়ার প্রবণতা বাড়ছে।
পরামর্শক প্রতিষ্ঠান রাসেল রেনল্ডস
অ্যাসোসিয়েটসের বরাতে জানা গেছে, ২০২২ সালে এফটিএসই ৩৫০ তালিকাভুক্ত কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীর চাকরি ছাড়ার হার ছিল অনেক বেশি।
ব্রিটেনের বৃহত্তম তালিকাভুক্ত কোম্পানির ৩৮ সিইও গত বছর চাকরি ছেড়েছেন। ২০২১ সালে এ সংখ্যা যেখানে ছিল মাত্র ১৮। বেশ কয়েকটি বড় ব্রিটিশ কোম্পানির শীর্ষ কর্তা গত বছর যুক্তরাজ্য ছেড়েছেন। এর মধ্যে রয়েছেন শেলের সাবেক শীর্ষ নির্বাহী বেন ভন বুর্দেন ও রেকিট বেনকিজারের সিইও লক্ষ্মণ নরসিমহান।

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসার আবেদন শুরু

অনলাইন ডেস্ক

বাজেট: দাম বাড়বে যেসব পণ্যের

২০২৪ সালে বিটকয়েনের দাম ‘দ্বিগুণ’ হবার সম্ভাবনা