যুক্তরাজ্যের চ্যানেল দ্বীপপুঞ্জ এবং যুক্তরাজ্যের পাসপোর্টধারীদের জন্য কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ এবং ভিসা মওকুফ করতে যাচ্ছে ইইউ।
ইটিআইএএস সিস্টেমে ২০২৫ সালের গ্রীষ্ম থেকে ইউরোপীয় ইউনিয়ন সেনজেন অঞ্চলের জন্য ভিসা মওকুফের আশা করা হচ্ছে। যা আমেরিকান ইএসটিএ সিস্টেমের সাথে একইভাবে কাজ করবে বলে জানা যায়।
যার অর্থ হ’ল সেন্ট মালোতে এক দিনের ভ্রমণ বা স্পেনে এক সপ্তাহের ছুটি হোক, চ্যানেল দ্বীপপুঞ্জীদের ভিসা ছাড়ের জন্য আবেদন করতে হবে। যার জন্য ৭ ইউরো বা ৬ পাউন্ড ব্যয় তিন বছরের জন্য বৈধ হিসাবে গণনা করা হবে ।
চ্যানেল দ্বীপপুঞ্জ ট্র্যাভেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রবার্ট ম্যাকেনজি বলেন, ” ইইউর এন্ট্রি/এক্সিট সিস্টেম (ইইএস) ১০ নভেম্বর ২০২৪ সাল থেকে কার্যকর হবে।
চ্যানেল দ্বীপপুঞ্জের মতো নন-ইইউ ভ্রমণকারীদের ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস স্ক্যানের মতো সীমান্ত নিয়ন্ত্রণে বায়োমেট্রিক ডেটা ব্যবহৃত হবে।
পাসপোর্ট সমূহ বৈদ্যুতিক সিস্টেমের অধীনে স্ট্যাম্প করার আর প্রয়োজন হবে না এবং প্রাপ্ত ডেটা তিন বছরের জন্য সংরক্ষিত রাখা হবে।
সূত্রঃ আইটিভি
এম.কে
২৮ আগস্ট ২০২৪