আসছে ডিসেম্বর থেকে নতুনভাবে ইস্যু করা সব ব্রিটিশ পাসপোর্টের প্রচ্ছদে যুক্ত হবে রাজা তৃতীয় চার্লসের রাজকীয় প্রতীক (কোট অব আর্মস)। যুক্তরাজ্যের হোম অফিস জানায়, এটাই হবে ব্রেক্সিট-পরবর্তী সময়ের প্রথম পূর্ণাঙ্গ ডিজাইন পরিবর্তন, যেখানে আধুনিক নিরাপত্তা প্রযুক্তির পাশাপাশি যুক্তরাজ্যের চার জাতির ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যও প্রতিফলিত হবে।
নতুন পাসপোর্টের ভেতরের পাতায় স্থান পেয়েছে স্কটল্যান্ডের বেন নেভিস, ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্ট, ওয়েলসের থ্রি ক্লিফস বে এবং উত্তর আয়ারল্যান্ডের জায়ান্ট’স কজওয়ে—চারটি জাতির প্রতীকী প্রাকৃতিক নিদর্শন।
হোম অফিস জানিয়েছে, নতুন পাসপোর্টে যুক্ত হয়েছে সর্বাধুনিক জালিয়াতি প্রতিরোধ প্রযুক্তি, যা একে “আরও সুরক্ষিত ও নকল-অযোগ্য” করে তুলবে। বিভাগটির পক্ষ থেকে বলা হয়েছে, ডিসেম্বর থেকে ইস্যু করা সব পাসপোর্টে এই নতুন নকশা থাকবে।
২০১৯ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের প্রস্থান (ব্রেক্সিট) পর পাসপোর্টের রং বারগান্ডি থেকে গাঢ় নীল করা হয়েছিল। পাঁচ বছর পর এবার হচ্ছে পাসপোর্টের প্রথম পূর্ণাঙ্গ নকশা পরিবর্তন।
রাজা চার্লসের কোট অব আর্মসে থাকবে টিউডর যুগের গোলাকার মুকুট, যা তিনি ২০২২ সালে সিংহাসনে আরোহণের পর নিজের রাজকীয় প্রতীকে ব্যবহারের জন্য বেছে নেন। ২০২৩ সাল থেকে পাসপোর্ট ইস্যু হচ্ছে “His Majesty” বা “তাঁর মহিমা”-র নামে, তবে প্রচ্ছদে এতদিন পর্যন্ত ছিল প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতীক।
সরকার জানিয়েছে, রানীর প্রতীকযুক্ত পুরনো পাসপোর্টগুলো তাদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বৈধ থাকবে। প্রচলিত নিয়ম অনুযায়ী, রাজা নিজে পাসপোর্ট রাখেন না, কারণ এটি তাঁরই নামে ইস্যু করা হয়।
অভিবাসন ও নাগরিকত্ববিষয়ক মন্ত্রী মাইক ট্যাপ বলেছেন, “এই পুনর্নকশা ব্রিটিশ পাসপোর্টের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করছে। এটি আমাদের ঐতিহ্য, নিরাপত্তা ও উৎকৃষ্ট জনসেবার প্রতিশ্রুতি একসঙ্গে তুলে ধরছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই, ব্রিটিশ পাসপোর্ট বিশ্বব্যাপী সবচেয়ে নিরাপদ ও বিশ্বস্ত নথি হিসেবে তার সুনাম ধরে রাখুক।”
সরকার নাগরিকদের পরামর্শ দিয়েছে, ভ্রমণের আগে যেন সবাই পাসপোর্টের মেয়াদ যাচাই করেন এবং প্রয়োজন হলে সময়মতো নবায়নের আবেদন করেন।
ব্রিটিশ পাসপোর্টে আধুনিক রূপ আসে ১৯১৫ সালে, যখন প্রথমবার ছবি ও স্বাক্ষর যুক্ত করা হয়। ১৯৭২ সালে যুক্ত হয় নিরাপত্তা ওয়াটারমার্ক এবং ১৯৮৮ সালে চালু হয় মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট।
সূত্রঃ বিবিসি
এম.কে
১২ অক্টোবর ২০২৫