12.1 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটিশ রাজনীতিতে আলোড়নঃ সাবেক এমপি জর্জ গ্যালোওয়ে দম্পতি আটক হয়ে আবারও আলোচনায়

ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরে সাবেক এমপি এবং ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেনের (ডব্লিউপিবি) নেতা জর্জ গ্যালোওয়ে ও তার স্ত্রী দলের ডেপুটি চেয়ারম্যান পুত্রি গায়ত্রী পার্তিউইকে সন্ত্রাসবিরোধী পুলিশ আটক করেছে। শনিবার সকালে তারা মস্কো থেকে আবুধাবি হয়ে যুক্তরাজ্যে ফেরার পথে এই ঘটনার শিকার হন।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী ও সীমান্ত নিরাপত্তা আইনের অধীনে তাদের থামানো হয়েছিল। তবে গ্যালোওয়ে দম্পতিকে গ্রেপ্তার করা হয়নি এবং কিছু জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার প্রতিক্রিয়ায় ওয়ার্কার্স পার্টি এক বিবৃতিতে জানায়, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভয় দেখানো ছাড়া আর কিছু নয়। দলটির দাবি, সরকার সমালোচক রাজনীতিকদের ভয় দেখাতে এমন কৌশল অবলম্বন করছে।

জর্জ গ্যালোওয়ে দীর্ঘদিন ব্রিটিশ রাজনীতির বিতর্কিত ও আলোচিত এক মুখ। তিনি ২০০৩ সাল পর্যন্ত লেবার পার্টির এমপি ছিলেন। পরবর্তীতে ২০০৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত স্বতন্ত্র এবং রেসপেক্ট পার্টির প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন।

২০২৪ সালের মার্চ মাসে রচডেল আসনে উপনির্বাচনে জয়লাভ করে তিনি ডব্লিউপিবি-এর প্রথম এমপি হন। তবে একই বছরের সাধারণ নির্বাচনে তিনি পরাজিত হন।

গ্যাটউইক বিমানবন্দরের এ ঘটনা গ্যালোওয়ে ও তার দলের প্রতি আবারও ব্যাপক রাজনৈতিক দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের আরেকটি নতুন বিতর্ক যোগ করল।

সূত্রঃ দ্য ইন্ডিপেন্ডেন্ট

এম.কে
২৮ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

আন্তর্জাতিক শিক্ষার্থীদের অভিযোগের তীর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে

এসাইলাম প্রার্থীদের ব্যাকলগ পরিষ্কার করতে চায় যুক্তরাজ্য

নিজ দলের চেয়ারম্যান ও মন্ত্রীকে বরখাস্ত করলেন ঋষি সুনাক