TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটিশ রাজার সঙ্গে দেখা করে তালগোল পাকালেন বাইডেন

প্রায়ই নিজের কাজে তালগোল পাকিয়ে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক আমেরিকা সফরে গেলে তাকে ‘প্রেসিডেন্ট’ বলে সম্বোধন করে বসেন তিনি। এবার তালগোল পাকালেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করে।

রবিবার ব্রিটেনে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এটি ছিল ২৪ ঘণ্টার একটি সংক্ষিপ্ত সফর। রাতটুকু লন্ডনের মার্কিন দূতাবাসে কাটিয়ে পরদিনই ন্যাটো সম্মেলনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সফরে তিনি সাক্ষাৎ করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে।
সফরসূচির ছোট্ট এই অংশটিতেই ফের তালগোল পাকিয়ে ফেলেন বাইডেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, রাজকীয় প্রোটোকল ভেঙে রাজা তৃতীয় চার্লসকে স্পর্শ করছেন বাইডেন। তার আগে রাজাকে দাঁড় করিয়ে রেখে এক নিরাপত্তারক্ষীর সঙ্গে বেশ কিছুক্ষণ বাক্যালাপ চালিয়ে যেতে দেখা যায় তাকে।
জানা গেছে, মার্কিন প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাতে উইন্ডসর ক্যাসেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাইডেন অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস। এরপর তারা মাঠের অন্যপাশে যেতে হাঁটতে শুরু করেন।

কিন্তু একপর্যায়ে রাজাকে পেছনে দাঁড় করিয়ে রেখে এক নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলতে শুরু করেন বাইডেন। এসময় ব্রিটিশ রাজা বারবার তাকে ফের হাঁটা শুরু করতে তাগাদা দিচ্ছিলেন। কিন্তু ‘দ্বিধান্বিত’ মার্কিন প্রেসিডেন্ট যেন তার কথা বুঝতেই পারছিলেন না।
একপর্যায়ে ওই নিরাপত্তারক্ষীর প্রতি বিরক্তি প্রকাশ করতে দেখা যায় রাজা তৃতীয় চার্লসকে।

এছাড়া পাশাপাশি হাঁটার একপর্যায়ে ৭৪ বছর বয়সী ব্রিটিশ রাজার পিঠে হাত দিয়ে স্পর্শ করেন মার্কিন প্রেসিডেন্ট।
রাজকীয় প্রোটোকল অনুসারে সাধারণত ব্রিটিশ রাজ পরিবারের কাউকে স্পর্শ করা নিষেধ, যদি না তারা নিজ থেকে উদ্যোগী হন।

যদিও বাকিংহাম প্যালেসের একটি সূত্র জানিয়েছে, রাজাকে স্পর্শ করে মার্কিন প্রেসিডেন্ট কোনো প্রোটোকল ভঙ্গ করেননি। এ ঘটনায় রাজা ‘পুরোপুরি স্বস্তিতে’ ছিলেন।

সূত্রের দাবি, রাজার পিঠে বাইডেনের স্পর্শ করার ঘটনাটি ছিল দুই ব্যক্তি ও জাতির মধ্যকার ‘উষ্ণ ও স্নেহপূর্ণ সম্পর্কের দুর্দান্ত প্রতীক’।

এম.কে
১২ জুলাই ২০২৩

আরো পড়ুন

কিয়ার স্টারমারের সামনে প্রধান চ্যালেঞ্জ যুক্তরাজ্যের অর্থনৈতিক সংস্কার

বাংলাদেশসহ ৪ দেশে অ্যান্ড্রয়েডে চ্যাটজিপিটি

সংসার ঠেকাতে কি করলেন ব্রিটিশ বক্সার