16.7 C
London
October 7, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিলেন ভাঙা আবাসন ব্যবস্থা সংস্কারেরঃ ‘এটাই জাতীয় পুনর্জাগরণ’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ নিজের ফেসবুক স্ট্যাটাসে ঘোষণা দিয়েছেন, তার সরকার দেশের ভেঙে পড়া আবাসন ব্যবস্থা সংস্কার করবে। তিনি বলেন, “আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমার সরকার ভাঙা আবাসন ব্যবস্থা ঠিক করবে।”

প্রধানমন্ত্রী আরও জানান, বাড়ি কেনা-বেচার প্রক্রিয়া হবে দ্রুত ও সহজতর, যাতে সাধারণ পরিশ্রমী মানুষ গৃহস্বপ্ন পূরণ করতে পারেন। এতে তারা জীবনের পরবর্তী অধ্যায়ে মনোযোগ দিতে পারবেন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করবেন।

তার ভাষায়, “বাড়ি কেনা-বেচা হবে আরও দ্রুত, যা পরিশ্রমী মানুষের জন্য গৃহস্বপ্ন পূরণের দরজা খুলে দেবে এবং তাদের জীবনের পরবর্তী অধ্যায়ে মনোযোগ দিতে সহায়তা করবে।”

তিনি এ উদ্যোগকে “জাতীয় পুনর্জাগরণ” হিসেবে অভিহিত করে বলেন, দেশের অর্থনীতি ও সমাজব্যবস্থার পুনর্গঠনে এটি হবে একটি বড় পদক্ষেপ। আবাসন খাতে জটিলতা, বিলম্ব ও অদক্ষতা দূর করতে তার সরকার ইতোমধ্যে নতুন নীতিমালা প্রণয়নে কাজ করছে বলেও ইঙ্গিত দেন তিনি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে আবাসন খাতে জটিলতা ও বাড়ির মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের নাগালের বাইরে ঠেলে দিয়েছে। প্রধানমন্ত্রীর এই ঘোষণায় গৃহখাতের সংস্কারের নতুন আশা দেখা দিয়েছে, যা তরুণ প্রজন্ম ও মধ্যবিত্ত শ্রেণির জন্য আশার বার্তা হতে পারে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৭ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

‘প্রত্যেক মানুষ মর্যাদার দাবিদার’: যুক্তরাজ্যের শরণার্থীর আবেগঘন চিঠি

ইউরোপের বৃহত্তম ঈদ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হবে লন্ডনের ওয়েস্টফিল্ডে

যুক্তরাজ্যে যৌন নির্যাতনের শিকার হয়েছে একজন অপ্রাপ্তবয়স্ক কিশোর এসাইলামসিকার

নিউজ ডেস্ক