17.4 C
London
October 6, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটেনের যে ৮টি এলাকায় বাড়ির দাম সবচেয়ে বেশি বেড়েছে

ব্রিটেনে স্ট্যাম্প ডিউটি হলিডের পার্শপ্রতিক্রিয়ায় লকডাউন চলাকালে বাড়ির দাম বেড়েছে। বাড়ির দাম সবচেয়ে বেশি বাড়তে দেখা গিয়েছে এরমকম ৮টি এলাকা চিহ্নিত করেছেন প্রপার্টি বিশেষজ্ঞরা। এসব এলাকার বাড়ির দাম এক লাখ পাউন্ড পর্যন্ত বেড়ে গিয়েছে, যা আগের দামের তুলনায় প্রায় ৪৭ শতাংশ বেশি।

 

গেট এজেন্টের তথ্য অনুযায়ী ব্রিটেনের যে ৮টি এলাকার বাড়ির দাম সবচেয়ে বেশি বেড়েছে (পোস্ট কোড অনুযায়ী):

 

এলাকার নাম

পোস্টকোড

বাড়ির দাম (২০২০)

বাড়ির দাম (২০২১)

নর্থ কর্নওয়াল

PL27

£342,903

£478,031

নর্থ কর্নওয়াল

PL2

£403,655

£538,597

সাউথ কর্নওয়াল

PL23

£395,628

£520,525

সাউথ ডিভন

TQ8

£617,857

£749,565

নর্থ ডিভন

EX33

£367,811

£484,935

ইস্ট সাফোক

IP10

£352,495

£482,809

রেনফ্রিউশায়ার

PA13

£227,600

£334,232

সোমারসেট

BS41

£419,895

£524,917

 

২৯ জুলাই ২০২১
এনএইচ

আরো পড়ুন

চাকুরিপ্রত্যাশীদের জন্য নতুন দিগন্ত উন্মোচনে যুক্তরাজ্য সরকারের পদক্ষেপ

যুক্তরাজ্যের এনফিল্ড কাউন্সিল ১০০টি পরিবারকে গৃহহীন করে রেখেছে

যুক্তরাজ্য পুলিশের শৃঙ্খলা ভঙ্গ করে নিজেই ধরা খেলেন ‘মাদকবিরোধী নীতির রচয়িতা’