17.2 C
London
August 7, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে অবৈধ অভিবাসী দিয়ে মাদক উৎপাদনঃ ধরা পড়ল ক্যানাবিস ফার্ম

যুক্তরাজ্যের নিউক্যাসেল শহরে পুলিশের অভিযানে ধরা পড়েছে একটি গোপন ক্যানাবিস ফার্ম, যেখানে কাজ করছিলেন অবৈধ পথে যুক্তরাজ্যে আসা এক ভিয়েতনামি নাগরিক। পুলিশের অভিযান চলাকালে আতঙ্কে দ্বিতীয় তলার জানালা দিয়ে লাফিয়ে পালাতে গিয়ে গুরুতরভাবে আহত হন মিন গুয়েন নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি।
হেক্সহ্যামের ক্যাটল মার্কেট এলাকায় একটি তিনতলা বাণিজ্যিক ভবনে কাজ চলাকালে কিছু নির্মাণশ্রমিক অতিরিক্ত তারের উত্তাপ এবং বিদ্যুৎ ব্যবহারে অসঙ্গতি দেখে পুলিশকে জানান। পুলিশ ভবনে অভিযান চালিয়ে দ্বিতীয় তলায় প্রবেশ করে।

অভিযানে দেখা যায়, দ্বিতীয় তলার একটি বাথরুমের জানালা দিয়ে পালানোর চেষ্টায় ছিলেন গুয়েন। পরে তাকে কাছাকাছি একটি ডাস্টবিন ইউনিট থেকে উদ্ধার করা হয়। তিনি খালি পায়ে ছিলেন এবং পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন।

আদালতে প্রসিকিউশন পক্ষ জানায়, পুলিশ সেখানে প্রায় ৩৫০টি ক্যানাবিস গাছ খুঁজে পায়, যেগুলোর সম্ভাব্য উৎপাদন ২৭.৮ কেজি এবং বাজারমূল্য প্রায় £৮৩,৪০০। ভবনের দুই তলায় চারটি আলাদা কক্ষে চাষ করা হচ্ছিল এই গাছগুলো। ব্যবহৃত হচ্ছিল উচ্চ ক্ষমতাসম্পন্ন আলো, গরম করার যন্ত্রপাতি এবং ভেন্টিলেশন সিস্টেম।

ভিয়েতনামি মাফিয়ারা সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্যে শত শত ক্যানাবিস ফার্ম গড়ে তুলেছে। ছোট নৌকা ও ট্রাকের মাধ্যমে বিপুল সংখ্যক পুরুষ অভিবাসীকে ব্রিটেনে চোরাইপথে আনা হয়, যারা পরে এসব মাদক ফার্মে কাজ করতে বাধ্য হন।

মাত্র তিন মাস আগে, জুন মাসে, রোমান লে নামের এক ভিয়েতনামি ড্রাগ লর্ডকে গ্রেফতার করা হয়। বিলাসবহুল বেন্টলি গাড়িতে ঘুরে বেড়ানো লে নিজেকে প্রপার্টি ডেভেলপার হিসেবে পরিচয় দিতেন, কিন্তু বাস্তবে পরিচালনা করতেন আটটিরও বেশি গোপন ক্যানাবিস ফার্ম।

গুয়েন আদালতে দোষ স্বীকার করে জানান, তিনি ২০২১ সালে যুক্তরাজ্যে অবৈধভাবে আসেন এবং পরে দুই অজানা বিদেশির মাধ্যমে কাজ পান। তাকে শুধু গাছের দেখভাল করার কথা বলা হয়েছিল, খাওয়া ও থাকার বিনিময়ে।

বিচারক অ্যান্থনি ডান তাকে আট মাসের কারাদণ্ড দেন এবং বলেন, “আপনি পালানোর চেষ্টা করতে গিয়ে আহত হয়েছেন। তবে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এই ক্যানাবিস ফার্মের কার্যক্রম থামাতে সক্ষম হয়।”

আদালত আরও জানায়, সাজা শেষে মিন গুয়েনকে তার দেশে ফেরত পাঠানো হবে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০৭ আগস্ট ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের সেন্ট আইভসের একমাত্র বৃদ্ধাশ্রমকে হোটেল নির্মাণের সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ

ভালোবাসা দিবসে ফুলের সংকটে পড়তে যাচ্ছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের সবচেয়ে বড় জালিয়াতির তদন্তে গ্রেপ্তার শতাধিক