12.1 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে ইহুদিবিদ্বেষী হামলাঃ জিহাদ আল-শামি গুলিতে নিহত, আরও তিনজন গ্রেফতার

ম্যানচেস্টারের একটি সিনাগগে ভয়াবহ সন্ত্রাসী হামলায় দুইজন নিহত হয়েছেন এবং অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হামলাকারী ছিলেন ৩৫ বছর বয়সী জিহাদ আল-শামি, যিনি ব্রিটিশ নাগরিক এবং সিরিয়ান বংশোদ্ভূত।

ঘটনার শুরুতে আল-শামি গাড়ি চালিয়ে জনসাধারণের ওপর হামলা চালান। এরপর তিনি ধারালো অস্ত্র দিয়ে একের পর এক ছুরিকাঘাত করেন। হামলার খবর পাওয়ার মাত্র সাত মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধ গড়ে তোলে। গোলাগুলিতে হামলাকারী নিহত হন।

ব্রিটিশ পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে। ইতোমধ্যেই সন্দেহভাজন হিসেবে আরও তিনজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। গোটা ম্যানচেস্টারজুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং দেশজুড়ে উপাসনালয়গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “ব্রিটেনে বাড়তে থাকা ইহুদিবিদ্বেষী ঘৃণার বিরুদ্ধে আমাদের জয়ী হতে হবে।” তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এই ঘটনায় গোটা দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ধর্মীয় উপাসনালয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী নতুন করে কৌশল সাজাচ্ছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৩ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

ইউরোপে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, বরিস জনসনের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

রাশিয়ার তেলের দাম ৬০ ডলার বেঁধে দিলো ইইউ

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে আবাসন খাতে ধস নামার সম্ভাবনা