TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটেনে ড্রাইভিংয়ের সময় ফোন স্পর্শ করলেই আইনের আওতায়!

২০২১ সাল থেকে যুক্তরাজ্যের ড্রাইভাররা তাদের মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন।

 

সরকার গত মাসে একটি নতুন আইনের খসরা করেছে। যাতে কেউ গাড়ি চালানোর সময় কিছু নির্দিষ্ট কারণ ছাড়া ফোন ব্যবহার করতে পারবেন না। গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা এবং মেসেজ পাঠানো বর্তমানে অবৈধ। ছবি তোলা, গান বাছাই বা গেমস খেলা অবৈধ বলে গণ্য হবে। তবে কিছু কিছু জরুরি অবস্থায় মোবাইল ফোন ব্যাবহার করতে পারবে নাগরিকরা।

 

নতুন নিয়ম কবে কার্যকর হতে পারে তা স্পষ্ট নয়। তবে কিছু প্রতিবেদন থেকে জানা গেছে এই বছরেই এই আইন কার্যকর হতে পারে।

 

এই আইন ভঙ্গ করলে শাস্তি হিসেবে ছয়টি পেনাল্টি পয়েন্ট এবং ২০০ পাউন্ড জরিমানা হবে। সড়কমন্ত্রী ব্যারনেস ভেরি বলেন, আমাদের রাস্তাগুলো বিশ্বের কয়েকটি নিরাপদ রাস্তার ভিতর অন্যতম। তবে আমরা এই বছর নতুন আইনের মাধ্যমে সেগুলোকে আরো নিরাপদ কিনা তা নিশ্চিত করতে চাই। চলতি বছরে চালকদের জন্য সাতটি নতুন আইনের মধ্যে এটি একটি।

 

সূত্র: মেট্রো
৩ ফেব্রুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

যুক্তরাজ্যের একটি টেকওয়েতে ফায়ারওয়ার্কস ছুঁড়েছে দুর্বৃত্তরা

ভারতকে ভিয়েনা কনভেনশন স্মরণ করিয়ে দিল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

চীনের ওপর চাপ জারি রাখতে ঋষি সুনাকের সাথে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ!