TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে লেবারের ভয়াবহ পতনঃ নতুন জরিপে সমর্থন নেমে মাত্র ১৭ শতাংশে

ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টি এক অভূতপূর্ব রাজনৈতিক ধসের মুখে পড়েছে। ইউগভের (YouGov) সর্বশেষ জরিপে দেখা গেছে, স্যার কিয়ার স্টারমারের দলের সমর্থন নেমে এসেছে মাত্র ১৭ শতাংশে, যা গ্রিন পার্টির চেয়ে মাত্র এক পয়েন্ট বেশি। এ ফলাফলকে দেশটির রাজনীতিতে লেবারের জন্য এক ঐতিহাসিক বিপর্যয় বলে অভিহিত করা হচ্ছে।

অন্যদিকে, নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে এখন ভোটের সমর্থনে সবার ওপরে। তারা পেয়েছে ২৭ শতাংশ সমর্থন, সাম্প্রতিক বিতর্ক ও নেতিবাচক সংবাদ সত্ত্বেও তাদের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। জরিপে দেখা গেছে, টোরি পার্টি ও লেবার এখন সমান সমর্থনে (১৭%) অবস্থান করছে, আর লিবারেল ডেমোক্র্যাটস সামান্য পেছনে ১৫ শতাংশে।

ইলেকটোরাল ক্যালকুলাসের পূর্বাভাস অনুযায়ী, এই অনুপাত যদি নির্বাচনে প্রতিফলিত হয়, তাহলে রিফর্ম ইউকে ৬০ আসনের সংখ্যাগরিষ্ঠতা পাবে। এতে নাইজেল ফারাজ ৩৫৫ জন এমপি নিয়ে সরকার গঠন করতে পারেন। দ্বিতীয় অবস্থানে থাকবে লিবারেল ডেমোক্র্যাটস, যারা ৭২টি আসন পেয়ে অফিসিয়াল বিরোধী দলে পরিণত হবে। আর লেবার পার্টি তৃতীয় স্থানে থাকবে মাত্র ৬৮ আসন নিয়ে। গ্রিন পার্টি ও স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি)-ও লেবারের ওপরে উঠে আসবে, যা ব্রিটিশ রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন সূচিত করছে।

জরিপে আরও দেখা গেছে, লেবার পার্টির ২০২৪ সালের ভোটার ঘাঁটি এখন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। তাদের ১৮% ভোটার গ্রিন পার্টিতে, ১৩% লিবারেল ডেমোক্র্যাটসে এবং ১১% রিফর্ম ইউকে-তে চলে গেছেন। এই ধারা চলতে থাকলে লেবার পার্টি ব্রিটিশ রাজনীতিতে আর প্রভাবশালী অবস্থানে থাকতে পারবে না—এমন আশঙ্কা বিশ্লেষকদের।

এই ধসের সময়ই আসছে চ্যান্সেলর রেচেল রিভসের দ্বিতীয় বাজেট। ধারণা করা হচ্ছে, এতে থাকবে বৃহৎ পরিমাণ কর বৃদ্ধি, যা পার্টির জনপ্রিয়তাকে আরও কমিয়ে দিতে পারে। সম্প্রতি গুঞ্জন উঠেছে, রিভস তার নির্বাচনী অঙ্গীকার—আয়কর না বাড়ানোর প্রতিশ্রুতি—ভঙ্গ করতে যাচ্ছেন, যা মন্ত্রিসভার ভেতরেও উদ্বেগ ছড়িয়েছে।

এই জরিপের পর প্রতিক্রিয়ায় রিফর্ম ইউকে-র চেয়ারম্যান ড. ডেভিড বুল বলেন, “এই জরিপ প্রমাণ করেছে যে পুরোনো দুই-দলীয় রাজনীতি এখন মৃত। দেশজুড়ে এক ভূমিকম্পসম রাজনৈতিক পরিবর্তন ঘটছে।” তিনি আরও যোগ করেন, “রিফর্ম ইউকে ব্রিটেনের ভবিষ্যতের জন্য বাস্তব বিকল্প দিচ্ছে।”

সূত্রঃ ডেইলি এক্সপ্রেস

এম.কে

আরো পড়ুন

ইংল্যান্ডের কাউন্সিলগুলো স্পেশাল এডুকেশন শিক্ষার্থীদের পরিবহনে দ্বিগুণ ব্যয় করছে

যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ!

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের সহায়তায় ব্ল্যাকবার্ন কাউন্সিলে অতিরিক্ত অর্থ বরাদ্দ