11 C
London
April 23, 2025
TV3 BANGLA
Uncategorized

ব্রিটেনে হাউজ পার্টি করায় ১০ হাজার পাউন্ড জরিমানা

প্রতীকী ছবি

ম্যানচেস্টারের একটি ফ্ল্যাটে ৫০ জনেরও বেশি লোক একটি পার্টিতে অংশ নেওয়ায় এক ব্যক্তিকে ১০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, সিম্পসন স্ট্রিটের অ্যাঞ্জেল মিডোজের ফ্ল্যাটে ডিজে ডেক, বড় স্পিকার এবং একটি বুফে খুঁজে পাওয়ায় আইনশৃংখলা রক্ষাকারী কর্মকর্তারা দলটির সংগঠককে জরিমানা করেছেন।

যুক্তরাজ্যে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ম্যানচেস্টারের পুলিশ জানিয়েছেন, শুক্রবারে (২৩ অক্টোবর) যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় বিধিনিষেধ কার্যকর হওয়ার পরে তারা ৫২টি জরিমানা করেছেন।

গ্রেটার ম্যানচেস্টার সর্বোচ্চ করোনা সতর্কতার অধীনে রাখার প্রস্তুতিতে জনগণকে বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে।

চিফ কনস্টেবল বলেন, আমাদের অফিসারদের দায়িত্ব থাকবে এটা নিশ্চিত করার জন্য যে আমরা যেভাবেই হোক এই মহামারী মোকাবেলা করবো। যে ব্যক্তিরা আইন লঙ্ঘন করবে তাদের জরিমানা করা হবে।

তারা আরো জানায়, বিশাল সমাবেশে আইন লঙ্ঘনের জন্য সর্বোচ্চ জরিমানা জারি করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। করোনা মোকাবেলায় এছাড়া বিকল্প কোন পথ নেই।

২৫ অক্টোবর ২০২০
এসএফ / এনএইচ

আরো পড়ুন

শাহ আব্দুল করিম স্মরন উৎসব ইউকে ২০২০ Shah Abdul Karim Festival UK 2020

লেবাননে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭৮, আহত ৪০০০

অনলাইন ডেস্ক

Law with N. Rahman ll 11 July 2020