14.6 C
London
March 29, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটেনে ৫% ডিপোজিটে মর্গেজ দেওয়া শুরু

ফার্স্ট টাইম বায়ারদের জন্য মাত্র ৫ শতাংশ ডিপোজিটে মর্গেজ দেওয়া শুরু করেছে ব্রিটিশ ব্যাংকগুলো। যুক্তরাজ্যের এইচএসবিসি, বারক্লেস, ন্যাটওয়েস্ট ও স্যানটানডারসহ বেশ কয়েকটি ব্যাংক সুবিধাটি দিচ্ছে।

 

সোমবার (১৯ এপ্রিল) চালু হওয়া এই ঋণ সুবিধা ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে বলে জানা যায়।

 

হাউজিং সেক্রেটারি রবার্ট জেনরিক সংবাদমাধ্যমকে জানান, নতুন মর্গেজ স্কিমটি গ্রাহকদের ঋণ গ্রহণে উৎসাহী করবে। অতিরিক্ত ডিপোজিটের ঝামেলা ছাড়াই তরুণদেরকে সম্পত্তি ক্রয়ে সহায়তা করবে।

 

যদিও কিছু কিছু হাউজিং ব্যবসায়ীর মতে, স্কিম কেবল উত্তর ইংল্যান্ড এবং স্কল্যান্ডের ক্রেতাদের সহায়তা করবে, যেখানে প্রপার্টির দাম তুলনামূলক কম। অপরদিকে দক্ষিণ ইংল্যান্ডে যেখানে বাড়ির দাম বেশি, সেখানে ৯৫ শতাংশ ঋণ একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

 

এদিকে, লেন্ডাররা এই স্কিমের অধীনে বেশ কিছু অফার দিচ্ছেন গ্রাহকদের।

 

বলা হচ্ছে, কমপক্ষে পাঁচ বছরের জন্য ইনিশিয়াল মর্গেজ রেট নির্ধারণ করতে হবে ক্রেতাদের। তবে তারাই এই মর্গেজের জন্য উপযুক্ত হবেন, যাদের ক্রেডিট হিস্ট্রি ভালো। তাছাড়া, এই স্কিমে আবেদনের জন্য কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত ফি গুনতে হতে পারে গ্রাহকদের।

 

 

২০ এপ্রিল ২০২১
সূত্র: ডেইলি স্টার ইউকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে কাউন্সিল ট্যাক্সের বিল ৫% পর্যন্ত বাড়তে যাচ্ছে

ক্রিপ্টোকারেন্সি জালিয়াতি, লন্ডনে একজন হারালেন প্রায় ৩ কোটি টাকা

আয়ারল্যান্ড হতে আশ্রয়প্রার্থী ফিরিয়ে নেবে না যুক্তরাজ্যঃ ডাউনিং স্ট্রিট