20.1 C
London
July 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেন ছেড়ে ধনীদের নতুন ঠিকানা এখন দুবাই, জন ফ্রেডরিকসেনের বিদায় ঘিরে আলোচনা তুঙ্গে

যুক্তরাজ্যে কর কাঠামোর রদবদল ও রাজনৈতিক অস্থিরতা এবার বিশ্বের অন্যতম বিলিয়নিয়ার জন ফ্রেডরিকসেনকে দেশ ছাড়তে বাধ্য করল। তিনি তার লন্ডনস্থ ঐতিহাসিক প্রাসাদ ৩৩৭ মিলিয়ন ডলারে বিক্রি করে এখন সংযুক্ত আরব আমিরাতেই নতুন ব্যবসায়িক সাম্রাজ্য গড়ার পরিকল্পনা করছেন।

এই ৩০ হাজার বর্গফুট প্রাসাদে ছিল বলরুম, ১০টি শয়নকক্ষ ও দুটি একরের গার্ডেন। এটি ছিল তার এক সময়কার গর্ব। অথচ এখন সেটি বিক্রি করে দেশত্যাগ করেছেন তিনি।

বিশ্ববাজারে বিশাল তেল ট্যাঙ্কার বহরের মালিক ফ্রেডরিকসেন দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের করনীতির কড়া সমালোচক ছিলেন। বিশেষ করে অ-আবাসিকদের বিদেশি আয়ের ওপর কঠোর নিয়ম আরোপ করাকে ‘অভিজাতদের প্রতি বৈরী’ বলে আখ্যা দিয়েছিলেন তিনি।

২০২৫ সালে ১৬,৫০০-এর বেশি কোটিপতি ব্রিটেন ছেড়েছেন বলে জানা গেছে। এদের বেশিরভাগই চলেছেন কর স্বর্গ বা স্থিতিশীল রাজনৈতিক অঞ্চলের খোঁজে—যেমন দুবাই, আমস্টারডাম, প্যারিস ইত্যাদি। এতে দেশটির রাজস্ব ও বিনিয়োগ প্রবাহে বড়সড় ধাক্কা লাগছে।

বিশ্লেষকদের মতে, জন ফ্রেডরিকসেনের এই পদক্ষেপ শুধু একটি ধনীর প্রস্থান নয়—এটি ব্রিটেনের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর প্রশ্ন তোলে।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস

এম.কে
২৩ জুলাই ২০২৫

আরো পড়ুন

রাশিয়ার হুমকিতে পিছু হটল যুক্তরাজ্য

ব্রিটেনের রুয়ান্ডা নীতি বাস্তবায়নের আইন আবার সংসদে

মর্গেজ রেট বৃদ্ধির সম্মুখীন ব্রিটেনের ৫ মিলিয়ন পরিবার