23.3 C
London
September 6, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রেক্সিট-পরবর্তী নতুন চুক্তিঃ বছরে ৫০ হাজার ইউরোপীয় তরুণকে ভিসা দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্ভাব্য নতুন ব্রেক্সিট চুক্তির অংশ হিসেবে বছরে প্রায় ৫০ হাজার তরুণ ইউরোপীয় নাগরিককে ভিসা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই উদ্যোগ কার্যকর হলে ইউরোপের তরুণরা পড়াশোনা, কাজ বা ভ্রমণের উদ্দেশ্যে সহজেই যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন।

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, ইউরোপীয় দেশগুলোর যুব সমাজকে যুক্তরাজ্যে অস্থায়ী ভিসার মাধ্যমে বিভিন্ন খাতে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হবে। এর ফলে শিক্ষা ও গবেষণার পাশাপাশি শ্রমবাজারেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ককে নতুন মাত্রা দেবে। ব্রেক্সিট-পরবর্তী সময়ে দুই পক্ষের সম্পর্ক নানা টানাপোড়েনের মধ্যে থাকলেও নতুন এই পরিকল্পনা পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রাজনৈতিক মহলের ধারণা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ইউরোপের তরুণদের জন্য যুক্তরাজ্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে। একই সঙ্গে সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্কও সুদৃঢ় হবে। অনেকের মতে, এটি ব্রেক্সিট-পরবর্তী সম্পর্ক পুনর্গঠনের পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ হতে পারে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৬ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

ওমিক্রনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ১ বিলিয়ন পাউন্ড গ্রান্ট

অনলাইন ডেস্ক

হোয়াইট পেপার এখনও আইন নয়- কিন্তু বার্তাটা পরিষ্কারঃ পরিবর্তন আসছে

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে প্রবেশে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক