12.4 C
London
October 6, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্র‍্যাডফোর্ড ক্যাম্পাসে নারী হয়রানি নিত্যদিনের ঘটনা!

ব্র্যাডফোর্ড ইউনিভার্সিটির নারী স্টাফ এবং শিক্ষার্থীরা ক্যাম্পাসে হাঁটাচলার পথে পুরুষ গাড়ি চালকদের দ্বারা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

 

বেশ কয়েকজন নারী অভিযোগ করেছেন, তারা নিয়মিত অশ্লীল ইঙ্গিত এবং শিস বাজানোর মতো হয়রানির মুখোমুখি হচ্ছেন। গাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এ ধরনের হয়রানির ঘটনা ঘটে বলে জানা যায়।

 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছে, ক্যাম্পাস থেকে গ্রেট হর্টন রোড ধরে হেঁটে যাওয়ার সময় তারা হয়রানির শিকার হয়েছেন।

সারাহ হানিফ নামে একজন শিক্ষার্থী বলেছেন, এসব হয়রানিতে তিনি “সত্যিই অস্বস্তিকর” বোধ করেছেন।

২০ বছর বয়সী এই শিক্ষার্থী আরো বলেন, ‘আপনি কেবল আপনার দিনটি শুরু করতে যাবেন,  এমন সময় গাড়িতে বসা পুরুষরা আপনাকে শীস বাজিয়ে, অশ্লীল কথা আর ইঙ্গিতের মাধ্যমে আপনার বাকি দিনটি নষ্ট করে দিবে।

 

তিনি যোগ করেন,  ‘এটা আমাকে সত্যিই অস্বস্তিতে ফেলে দেয়। এটা তাদের বোনের সাথে হলে তাদের কেমন লাগবে?’

এ প্রসঙ্গে প্রফেসর আর্চিবং বলেন, গ্রেট হর্টন রোড হয়রানির জন্য কুখ্যাত। এখানে নারী ও মেয়েরা অনিরাপদ বোধ করে।

 

তিনি বলেন, ‘নারীদের সর্বত্র নিরাপদ বোধ করার এবং ভয় ছাড়াই তাদের দৈনন্দিন কাজ করার অধিকার রয়েছে।’

 

১১ ডিসেম্বর ২০২১
সূত্র: বিবিসি
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাজ্যে ক্যাম্পিং কর‍তে গিয়ে নিখোঁজ চার ছাত্রের লাশ পাওয়া গিয়েছে

যুক্তরাজ্যের ডিটেনশন সেন্টারে আশ্রয়প্রার্থীর আত্মহত্যা

আইনি ঝামেলায় ব্রেক্সিট পরবর্তী ইইউ নাগরিকরা

অনলাইন ডেস্ক