19.3 C
London
July 27, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভয়াবহ বিপর্যয়ে ইসরায়েল, দিশাহারা বিশেষজ্ঞরা

ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল। দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় একের পর এক বিপর্যয় দেখা দিয়েছে। এর ফলে তেলআবিবেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এ ঘটনায় দিশাহারা হয়ে পড়েছেন দেশটির বিশেষজ্ঞরা।

শুক্রবার (২৫ জুলাই) তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েল এবং জেরুজালেম (অধিকৃত আল-কুদস) অঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় একের পর এক বিপর্যয় দেখা দিয়েছে। এ ঘটনার পর তেলআবিবেও গত সপ্তাহে বেশ কয়েকটি সন্দেহজনক ঘটনার দেখা মিলেছে।

তাসনিম নিউজ এজেন্সির হিব্রু সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে, সম্প্রতি দক্ষিণ গভর্নোরেট ও জেরুজালেমে বিদ্যুৎ বিতরণে একাধিক গোলযোগ দেখা দেওয়ার পর তেলআবিবেও একাধিক সন্দেহজনক ঘটনা ঘটেছে। ইসরায়েলে এসব ঘটনার সংখ্যা আকস্মিকভাবে বেড়ে গিয়েছে।

এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলি বিদ্যুৎ কোম্পানি। বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় অস্বাভাবিক একটি ‘প্রযুক্তিগত ত্রুটি’ দেখা দিয়েছে। এজন্য এমন ঘটনা ঘটে থাকতে পারে।

এতে আরও বলা হয়েছে, এই বিভ্রাটের ফলে শুধু লোডশেডিং নয়, বরং উচ্চ-ভোল্টেজ বিদ্যুৎ সরঞ্জাম যেমন বিদ্যুৎ বিতরণ কেন্দ্র ও ট্রান্সফর্মারে অস্বাভাবিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরে উচ্চ-ভোল্টেজ ত্রুটির কারণে দখলকৃত অঞ্চলগুলোতে এয়ার-কন্ডিশনিং সিস্টেম এবং লিথিয়াম ব্যাটারির মতো বৈদ্যুতিক সরঞ্জামে অসংখ্য বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড ঘটেছে।

ইসরায়েলি বিশেষজ্ঞরা এসব ঘটনাকে ‘অজ্ঞাত উৎস’ বলে উল্লেখ করেছেন। তারা এর পেছনে এখনো পর্যন্ত প্রকৃত কারণ শনাক্ত করতে পারেননি।

সূত্রঃ তাসনিম নিউজ

এম.কে
২৭ জুলাই ২০২৫

আরো পড়ুন

আসাদের বাসভবনে ঢুকে লুটপাট চালাচ্ছে জনতা

নিউজ ডেস্ক

বাংলাদেশের সীমান্তবর্তী শহর দখল মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর

একনায়ক কিম জং উনের জায়গা নিবে কে?