11.8 C
London
January 6, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতীয়দের ওপর বিপদ, ট্রাম্প আসতেই ওয়ার্ক পারমিট বাতিলের ইঙ্গিত

অপটিক্যাল প্র্যাক্টিকাল ট্রেনিং প্রোগ্রাম, এটি মার্কিন যুক্তরাষ্ট্রে অন্যান্য দেশের শিক্ষার্থীদের চাকরির সুযোগ দিয়ে থাকে। কিন্তু বিদেশের শিক্ষার্থীদের আমেরিকায় চাকরির সুযোগ দেওয়ায় সেদেশের বাজারে বড়সড় প্রভাব পড়ছে এমনটাই অভিযোগ উঠেছে। সে কারণে প্রশ্নের মুখে পড়তে হয়েছে এই প্রোগ্রামটিকে।

অনেকের মতে, এই প্রোগ্রামে অংশ নিয়ে অনেকেই সময় পেরিয়ে যাওয়ার পরেও থেকে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তাতে করে ক্ষতি হচ্ছে সে দেশের মানুষদের। এই প্রোগ্রাম বন্ধ হয়ে গেলে এবার সমস্যার মুখে পড়তে হবে ভারতীয় শিক্ষার্থীদের। এই ওপিটি প্রোগ্রাম মূলত চালু করা হয়েছিল স্কিল ডেভেলপমেন্টের জন্য। পরবর্তীকালে এফ ওয়ান ভিসাধারী বিদেশি শিক্ষার্থীদের তিন বছরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরির ব্যবস্থা করে দিত এই সংস্থা।

অভিযোগ, এতে করে সরাসরি আমেরিকার চাকরির বাজারে নাম লিখিয়ে ফেলেন বিদেশি শিক্ষার্থীরা। সে দেশে থেকে যারা স্নাতক অর্জন করেন তাদের পক্ষে সমস্যার সৃষ্টি হয়। এই প্রোগ্রামকে মার্কিন যুক্তরাষ্ট্রে চাকুরির বাজারে ‘ব্যাকডোর এন্ট্রি’ আখ্যা দিচ্ছেন অনেকে।

ইউএস টেক ওয়ার্কার্স নামে এক গ্রুপের বক্তব্য, এই প্রোগাম বিদেশি শিক্ষার্থীদের জন্য একধরনের ইন্টার্নশিপ প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষার পরিবর্তে কাজের অনুমতি বিক্রি করছে। এই ব্যবস্থা সম্পূর্ণ অবৈধ। প্রশাসনের উচিত এটা বন্ধ করা। যাতে আমেরিকান স্নাতকরা ন্যায্য প্রতিযোগিতার সুযোগ পায়। এই প্রোগ্রাম নিয়ে মামলা দায়ের হয়েছে আদালতেও। তবে নিম্ন আদালত জানিয়েছে, এই প্রোগ্রামটি বৈধ।

ভারতীয় শিক্ষার্থীরা অনেকেই পেশাগত অভিজ্ঞতা অর্জনের জন্য এই প্রোগ্রামের ওপর নির্ভরশীল। ওপিটি প্রোগ্রামটি বন্ধ হলে কর্মজীবন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার আকর্ষণে বড়সড় প্রভাব পড়বে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। প্রোগ্রামটি বন্ধ হলে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলির আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণ কমে যেতে পারে। সেক্ষেত্রে ক্ষতির মুখে পড়বে বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক ব্যবস্থাও। এই প্রোগ্রামের ভবিষ্যৎ নিয়ে ভিন্ন মতামত রয়েছে। তবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট যেই প্রশাসনই সরকারে থাকুক না কেন উভয়ই প্রোগ্রামটি প্রসারিত করার দিকেই নজর দিয়েছে।

সূত্রঃ দ্য ইকোনমিক টাইমস

এম.কে
০৪ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

ইসরায়েলকে সমর্থন দেওয়ায় কোকা-কোলা নিষিদ্ধ করল তুরস্ক

অ্যামাজনে অবৈধ সোনার খনি রুখতে রীতিমতো যুদ্ধ ঘোষণা

ভারত-চীন কি এক হতে যাচ্ছে!