22.5 C
London
July 17, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেটের আরেক যুবক নিহত

ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেটের আরেক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি দমদমিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সবুজ মিয়া (২০) গোয়াইনঘাটের ভিতরগুল পাহাড়তলী গ্রামের আবুল মিয়ার ছেলে। এর আগে গত বৃহস্পতিবার ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেটের আরেক কিশোর নিহত হয়েছিল।

স্থানীয় সূত্র জানায়, দমদমিয়া সীমান্তের ১২৬১ নম্বর পিলারের প্রায় ২০০ গজ ভারত সীমান্তের অভ্যন্তরে সবুজ মিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিজিবি ও পুলিশকে খবর দেন।

দমদমিয়া বিওপির সুবেদার মিজানুর রহমান বলেন, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি যুবকের লাশ পড়ে আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ বলেন, খাসিয়ার গুলিতে নিহত সবুজ মিয়ার পিতা আবুল হোসেন থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছেন। মরদেহটি ভারতের অভ্যন্তরে থাকায় পুলিশ লাশ উদ্ধার করতে পারেনি।

প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ভারত সীমান্তের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে নিহত হন জৈন্তাপুর উপজেলার ঝিঙ্গাবাড়ি গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে মারুফ মিয়া (১৬)।

এম.কে
২৮ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবেঃ আসিফ নজরুল

ভিনদেশ থেকে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছেঃ উপদেষ্টা মাহফুজ

তিনদিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবেঃ সতর্কীকরণ কেন্দ্র